BJP Bangla Bandh বিজেপি’র ডাকে বুধবার ১২ ঘন্টার বাংলা বনধ -এর খন্ডচিত্র বনগাঁ থেকে কলকাতা : দেখুন ভিডিও

0
166
অৰ্পিতা বনিক, দেশের সময়

মঙ্গলবার আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে বিজেপি -র ডাকে আজ, বুধবার সকাল থেকে শুরু হয় বাংলা বনধ । সকাল থেকেই কলকাতা ছিল সচল, অবরোধের চেষ্টা শ্যামবাজার, শিয়ালদহ, সল্টলেকে! রূপা,লকেট, অগ্নিমিত্রা সহ সজল ও শমীককে গাড়িতে তুলে নেয় পুলিশ ।বনধ সমর্থকদের রুখতে বনগাঁ হাওড়া, কলকাতাসহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এদিন। তবে বনধে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে । সকালের দিকে বনধের তেমন কোনও প্রভাব পড়েনি। রাস্তায় বাস চলাচল করছে, দোকানপাটও খুলেছে। বাজারেও বনধের তেমন কোনও প্রভাব পড়েনি। সেই সমস্ত খন্ডচিত্র ধরা পড়েছে দেশের সময় এর সময় এর ক্যামেরায় । দেখুন ভিডিও

 

Previous articleMamataBanerjee: ধর্ষণের বিরুদ্ধে বিধানসভায় আইন পাশ করানোর ঘোষণা মমতার
Next articleSandip Ghosh: আইএমএ থেকে সাসপেন্ড আরজি করের প্রাক্তন অধ্যক্ষক সন্দীপ ঘোষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here