BJP: কোভিডিবিধি ভঙ্গ করে পথ অবরোধ, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক সহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের

0
465

দেশের সময় বনগাঁ: দেশে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যেও পালা দিয়ে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তবুও মানুষের মধ্যে কোনো হেলদোল নেই। এবার কোভিড বিধি ভঙ্গের অভিযোগ উঠল বিধায়কের বিরুদ্ধে।

এনকাউন্টার-হুঁশিয়ারির পর, বনগাঁ (bongaon) দক্ষিণের বিজেপি (bjp) বিধায়কের (mla) বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। মঙ্গলবার বিজেপির পুরভোটের প্রস্তুতি বৈঠক চলাকালীন নদিয়ার গয়েশপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রতিবাদে বুধবার, বনগাঁর চাঁদপাড়ায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সেখানেই এনকাউন্টারের হুমকি দেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। এরপর গতকাল বিধায়ক সহ ৩৭ জন বিজেপি-র কর্মীদের বিরুদ্ধে জাতীয় সড়ক ও বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করে গাইঘাটা থানার পুলিশ।

নতুন কিছু নয়, বিরোধীরা প্রতিবাদ করলেই মামলা করা হয়। প্রতিক্রিয়া বনগাঁ দক্ষিণের বিধায়কের।

মামলার ঘটনায় বিধায়ক স্বপন মজুমদার বলেন, পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র নেই তা আরও এক বার প্রমাণহল এই ঘটনায়৷ তিনি আরও বলেন , পশ্চিমবঙ্গের পুলিশের মেরুদণ্ড নেই৷দিন দুই এক আগে সর্বভারতীয় দলের একজন জেলা সভাপতির উপরে হামলা চালানো হল, তাঁর গাড়ি ভাঙ্গচুর করা হল সেই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ। সামান্য প্রতিবাদ সভায় ৩৭ জনের বিরুদ্ধে মামলা করছে পুলিশ। যদিও সেখানে করোনা বিধি মেনেই প্রতিবাদ বিক্ষোভ করা হয়েছিল। তিনি বলেন, পুলিশের কিছু করার নেই তৃণমূলের দুঃস্কৃতিদের কথায় কাজ না করলে তাঁদের চাকরি নিয়ে টানা টানি পরে যাওয়ার ভয়ে এসব করছে পুলিশ।।

পুলিশ জানিয়েছে, বুধবার স্বপন মজুমদারের নেতৃত্বে, প্রায় শতাধিক কর্মীদের নিয়ে বেআইনি জমায়েত, জাতীয় সড়ক অবরোধ করে করোনা বিধিনিষেধ লঙ্ঘন করেছে। এই অভিযোগে স্বপনবাবু সহ ৩৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

জাতীয় সড়ক অবরোধ করায় অন্যায়, পুলিশ সঠিক কাজ করেছে। দাবি তৃণমূল নেতৃত্বের।

রাজ্যে ১১ হাজারের কাছেই করোনার (Corona) দৈনিক সংক্রমণ। রাজ্যে একদিনে ১০ হাজার ৯৫৯ জন করোনা আক্রান্ত। রাজ্যে টানা ৬ দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যুর সংখ্যা রয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা।

সরকারি হিসেব অনুযায়ী উত্তর ২৪ পরগনায় একদিনে করোনায় রেকর্ড ১৪ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় একদিনে ১ হাজার ৭৪৭ জন আক্রান্ত হয়েছেন। কলকাতায় একদিনে ১ হাজার ৭৫৯জন সংক্রমিত হয়েছেন এবং ৯ জনের মৃত্যু হয়েছে।

করোনার (Corona) তৃতীয় ঢেউয়ে (Third Wave) দেশে দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা এবার সাড়ে ৩ লক্ষ ছুঁইছুঁই। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়ল প্রায় ৪০ শতাংশ। গতকালের তুলনায় সংক্রমণ-হার প্রায় ১০ শতাংশ বাড়ল। একদিনে প্রায় সাড়ে ৪ শতাংশ বাড়ল৷

(Omicron) সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭০৩ জনের।

Previous articleNetaji: ইন্ডিয়া গেটে বসবে নেতাজির মূর্তি, আপাতত সেখানে হলোগ্রাম! জানালেন প্রধানমন্ত্রী
Next articleWB Municipal Polls: নির্বিঘ্নে চার পুরভোট করতে তৎপর কমিশন! রাজ্য পুলিশকে দেওয়া হল ১৪ দফা নির্দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here