Bipasha Basu : মাতৃত্বকালীন ফোটোশ্যুট করলেন বিপাশা ! বি টাউনে আসছে নতুন অতিথি

0
416

দেশের সময় ওয়েবডেস্কঃ আলিয়ার পর এবার বিপাশা বসু । বলিপাড়ায় আসতে চলেছে নতুন অতিথি। মা হতে চলেছেন বি টাউনের বঙ্গতনয়া।

ছবির ক্যাপশনে বিপাশা লেখেন, ‘জীবনে একটি নতুন সময়, একটি নতুন পর্ব, সর্বোপরি নতুন আলো আসতে চলেছে। আমাদের নিজেদের জীবনটাকে পরিপূর্ণ করে তুলছি এবং গুছিয়ে নিচ্ছি। এতদিন আমরা দু’জন ছিলাম। এখন তিনজন হয়ে যাব।’ সবশেষে বাঙালি মায়েদের মতোই সন্তানের মঙ্গলকামনা করে দুগ্গা দুগ্গা লেখেন অভিনেতা।

গত কয়েক সপ্তাহ ধরেই বলিউডে এই জল্পনা শোনা যাচ্ছিল। অবশেষে ১৬ অগস্ট এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন বিপাশা ও তাঁর স্বামী করণ সিং গ্রোভার। এদিন সকালে ইনস্টাগ্রামে বিপাশা নিজের বেবি বাম্প-সহ দুটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁর সঙ্গে দেখা মিলছে স্বামী করণেরও।

https://www.instagram.com/p/ChT3SgaNdJF/?igshid=YmMyMTA2M2Y=

Previous articleBurdwan News: কালনায় সাড়ম্বরে পালিত হলো মহিষমর্দিনী পুজো ! জানুন ইতিবৃত্ত
Next articleCPM MLA: প্রয়াত হাবড়ার প্রাক্তন বাম বিধায়ক, শেষ ইচ্ছা মেনে চক্ষুদান পরিবারের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here