BIHARS CHACHI ARRESTED: ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতিকাণ্ডের মূলচক্রী বিহারের ‘চাচি’গ্রেপ্তার

0
83

দেশের সময় ওয়েবডেস্কঃ ১১ জুন ডোমজুড়ের একটি সোনার দোকানে ৬ দুষ্কৃতী ঢুকে অপারেশন চালায়। দোকানের সমস্ত সোনার গয়না লুঠ করে দুষ্কৃতীরা। ভিডিও ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। তদন্তে নামেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এরপরই বিহার থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। জালে ধরা পড়ে চাচি ওরফে আশা দেবী।

হাওড়ার ডাকাতিকাণ্ডে সুবোধ সিংহ ও তাঁর সঙ্গীদের নাম উঠে এসেছিল তদন্তের শুরুতে। সেই মতো ‘গোল্ডেন ডাকু’ সুবোধের ‘ডান হাত’ বিকাশ ঝায়েরও খোঁজ করছিল পুলিশ। কিন্তু তদন্ত যত এগিয়েছে, দেখা গিয়েছে, কোনও পুরুষ নন, ডোমজুড়ে ডাকাতির ঘটনার মূলচক্রী এক মহিলা! যিনি পরিচিত ‘চাচি’ নামে।

পুলিশ সূত্রে খবর, ‘চাচি’ বিহারের বাসিন্দা। ভাল নাম আশা মাহাতো। বৃহস্পতিবার তাঁকে ট্রানজ়িট রিমান্ডে হাওড়ায় নিয়ে এসেছেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। সম্প্রতি বিহারের বেউর জেল থেকে সুবোধকে এ রাজ্যে এনে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। তখন থেকেই তদন্তকারীরা মনে করছিলেন, এ বার হয়তো ডোমজুড়ের ডাকাতিকাণ্ডের কিনারা করা সম্ভব হবে। সুবোধের সঙ্গী বিকাশের খোঁজে তাঁর রবীন্দ্র সাহানিকেও বিহার থেকে গ্রেফতার করে হাওড়ায় নিয়ে এসেছিল পুলিশ।

তদন্তকারীদের সূত্রে খবর, ধৃতদের জেরা করেই চাচির নাম উঠে আসে। তার পর খোঁজখবর করে জানা যায়, এককালে সুবোধের গ্যাংয়ের মণীশ মাহাতো ওরফে ‘মুনিয়া’ নামে এক সদস্য ছিলেন। সেই মুনিয়াকে সুবোধের গ্যাং থেকে বার করে এনেছিলেন চাচিই। তাঁর বুদ্ধিতে মুনিয়া নিজের গ্যাং বানান। তদন্তে দেখা গিয়েছে, মুনিয়ার লোকেরা হাওড়া ডাকাতি করেছে।

গত মাসে চার সশস্ত্র দুষ্কৃতীর একটি দল ডোমজুড়ের একটি সোনার দোকানে ঢোকে। তার পর বন্দুকের কুঁদো দিয়ে মারধর করে, কর্মীদের বেঁধে লুটপাট চালায় তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতির পর দলটি একাধিক বার ট্রেন বদলে বিহার পালিয়ে গিয়েছিল। তদন্তে নেমে পুলিশ চাচি-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে।

হাও়ড়ার পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী জানান, অনেক দিন থেকেই আসানসোলে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন চাচি। ডাকাতিতে ব্যবহার হওয়া যে দু’টি বাইক উদ্ধার হয়েছে, সেই বাইক দু’টি তিনিই কিনে দিয়েছিলেন। গত মে মাসে তাঁরা চলে আসেন ডোমজুড়ের অঙ্কুরহাটি এলাকায়। সেখান থেকেই সোনার দোকানে রেকি শুরু হয়। ক্রেতা সেজে দোকানে গিয়েছিলেন চাচিই। কমিশনার বলেন, ‘‘পাঁচ জনকেই জিজ্ঞাসাবাদ করা হবে। সোনার গয়না উদ্ধারের চেষ্টা করা হবে। এই ঘটনায় আরও যাঁরা জড়িত, তাঁদেরও গ্রেফতার করা হবে।’’

চাচিকে নিজেদের হেপাজতে নিয়ে এই তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ। 

Previous articleLightning: বাজ পড়ে ভয়ঙ্কর কাণ্ড! স্কুল পড়ুয়াদেরকে কোলে নিয়ে স্থানীয়রা ছুটছেন হাসপাতালে
Next articleMamata Banerjeeআম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই পাড়ি মমতার, শরদ- উদ্ধবের সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here