Bihar CM’s Convoy Attacked : নীতীশ কুমারের কনভয়ে হামলা, ভাঙল গাড়ির কাচ

0
892

দেশের সময়ওয়েবডেস্কঃ পাটনায় আক্রান্ত বিহারের নয়া মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । পাথর ছুড়ে এবং লাঠি দিয়ে তাঁর কনভয়ে হামলা চালানো হল আজ।

রবিবার বিকালে বিহারের নয়া মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতীশ কুমারের কনভয়ে পাথর ছুড়তে শুরু করে একদল লোক। যদিও সেই সময়ে গাড়িতে ছিলেন না নীতীশ কুমার।

আক্রমণের ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে টুইটারে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পাটনার একটি জনবহুল রাস্তা দিয়ে চলেছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয়। আর সেখানেই লাঠি হাতে চড়াও হয় একদল লোক। তারা কনভয় লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। তারপরেই আশপাশ থেকে আরও লোকজন ছুটে আসে। তারা গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। ভেঙে যায় গাড়ির কাচ। এগিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারাও।

কেন মুখ্যমন্ত্রীর কনভয়ে এই ধরনের হামলা হল, তার কারণ এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, যে লেখা দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছিল সেখানে কিছুদিন আগে নিখোঁজ হয়ে যান এক যুবক। সেই কারণেই এলাকার লোকজন এইভাবে বিক্ষোভ দেখিয়েছেন বলে মনে করছেন অনেকে।

Previous articleDilip Ghosh:ইডি কেন রাজ্যে? সিবিআই-তৃণমূলের ‘সেটিং’ হয়েছে! বিস্ফোরক দাবি দিলীপের
Next articleDurga Puja: সোমবারে বাংলার সব পুজো কমিটির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here