Bharat Ratna Awards:ভারতে মুক্ত অর্থনীতির জনক, প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাওকে ভারতরত্ন ঘোষণা করলেন নরেন্দ্র মোদী , লোকসভার আগেই বড় সিদ্ধান্ত সরকারের

0
129

দেশের সময় ওয়েবডেস্ক : লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। লালকৃষ্ণ আদবাণীর পর আরও তিন বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের ভারতরত্নে সম্মানিত করার ঘোষণা করল সরকার।

ভারতরত্ন পাচ্ছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও। এছাড়া চৌধুরি চরণ সিং ও ডঃ এমএস স্বামীনাথনকেও। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানালেন।

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও-কে ভারতরত্নে সম্মানিত করা হচ্ছে। তিনি বলেন, “পিভি নরসিমহা রাওয়ের দূরদর্শী নেতৃত্ব ভারতকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যেতে সাহায্য করেছিল। দেশের উন্নতি ও সম্মৃদ্ধির ভিত্তি প্রস্থর স্থাপন করেছিলেন তিনি।”

প্রধানমন্ত্রী মোদী লেখেন, “বিশিষ্ট পণ্ডিত ও রাষ্ট্রনায়ক হিসাবে নরসিমহা রাও গারু ভারতকে ননা দিক থেকে সমৃদ্ধ করেছিলেন। দীর্ঘ সময় ধরে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ হিসাবে তাঁর কাজ সর্বদা মনে রাখা হবে। প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর বিভিন্ন পদক্ষেপের কারণেই ভারত বিশ্বমঞ্চে পৌঁছতে পেরেছিল। পাশাপাশি দেশের বিদেশ নীতি, ভাষা ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান শুধুমাতের ভারতকে কঠিন ও জটিল পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে সাহায্য়ই করেনি, একইসঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্যকেও সমৃদ্ধ করেছে।”

প্রধানমন্ত্রী হিসাবে নরসিংহ রাওয়ের সময়কাল ভারতের  ইতিহাসে কতটা  গুরুত্বপূর্ণ তারও উল্লেখ করেন মোদি।  ভারতে মুক্ত অর্থনীতির সূচনা তাঁর হাত ধরেই। সেই সময়ে বিদেশনীতি, ভাষা এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের কথাও বলেছেন মোদি। সেই সঙ্গে তিনি লেখেন নরসিংহ রাও দেশের সাংস্কৃতিক ও বৌদ্ধিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন।

দেশের নবম প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাও। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল অবধি দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। পিভি নরসিমহা রাও-কে ভারতরত্ন সম্মানে সম্মানিত করার পরই তাঁর নাতি এনভি সুভাষ বলেন, “দীর্ঘ সময় ধরে প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদানকে অবহেলা করা হয়েছিল। আমি অত্যন্ত খুশি যে নরসিমহা রাওজিকে ভারতরত্ন সম্মান দেওয়া হচ্ছে। আমি খুব খুশি। প্রধানমন্ত্রীকে এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাতে চাই। অবশেষে তার অবদান স্বীকৃতি পেল।”

Previous articleWeather Update: বাংলা জুড়ে জমিয়ে শীত ,বঙ্গে কতদিন চলবে আবহাওয়ার খামখেয়ালিপনা? দেখুন ভিডিও
Next articleSandeshkhali Violence ফের অগ্নিগর্ভ সন্দেশখালি! তৃণমূল নেতার পোলট্রি ফার্ম সহ বাড়িতেও আগুন! জারি বিক্ষোভ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here