Bhai Phonta কলকাতা ব্লাইন্ড স্কুলের সভাঘরে বিভেদহীন ভাইফোঁটার আয়োজন : দেখুন ভিডিও

0
127

শম্পা গুহ মজুমদার :২রা নভেম্বর ২০২৪, শনিবার কলকাতা ব্লাইন্ড স্কুলের সভাঘরে “বিভেদহীন ভাইফোঁটা” অনুষ্ঠানের আয়োজন করা হয । ভ্রাতৃদ্বিতীয়ার প্রাক লগ্নে “দক্ষিণ হাওড়া মুক্তধারার“ পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তি বর্গকে প্রতিবছরের মত এবছরও ভাইফোঁটাতে আমন্ত্রিত করা হয়েছিল। কলকাতা ব্লাইন্ড স্কুলের দৃষ্টিহীন বোনেরা ও দিদিরা, বিশিষ্ট জন এবং দৃষ্টিহীন ছাত্রদের ভাইফোঁটা দিলেন এদিন। দেখুন ভিডিও

ব্লাইন্ড স্কুলের অধ্যক্ষা দৃষ্টিহীন লিসা ব্যানার্জী ,বিশিষ্ট সমাজসেবী বানিব্রত কারা, অধ্যাপক মানস ঠাকুর, গিল্ডের চেয়ারম্যান শুভম দাস জানান , দৃষ্টিহীন মানুষদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন।


“দক্ষিন হাওড়া মুক্তধারার” একনিষ্ঠ কর্মী জয়দীপ দে’ র কথায়, তাদের মূল লক্ষ্য সমাজের পরিবর্তন। দৃষ্টিহীনরা আজকের দিনেও সমাজে ব্রাত্য। এই ধারণার পরিবর্তন খুবই জরুরি। এই অনুষ্ঠানের মাধ্যমে এই বার্তাই  সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।

ফুল, ধান, চন্দন ও প্রদীপ দিয়ে সাজানো থালা হাতে দৃষ্টিহীন বোনেদের ফোঁটা দান, মিষ্টিমুখ ও গল্পের মাধ্যমে এদিনের আনন্দ অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় ।

Previous articleBhai Phonta সন্দেশে ‘জাস্টিস’ স্লোগান, বোনের বিচার চেয়েই হবে ভাইয়ের মঙ্গল কামনা
Next articleUS election 2024আমেরিকার ভোটে ভারতীয়রাই ফ্যাক্টর?বুঝতে পেরে ভারতের মন পেতে মরিয়া কমলা-ট্রাম্প!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here