Bhai Phonta সন্দেশে ‘জাস্টিস’ স্লোগান, বোনের বিচার চেয়েই হবে ভাইয়ের মঙ্গল কামনা

0
137

দেশের সময় : উত্তর ২৪ পরগনার অশোকনগরের একটি মিষ্টির দোকানে এবার তৈরি করা হয়েছে ‘জাস্টিস’ লেখা সন্দেশ। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা বাংলা উত্তাল।

এত কিছুর পরেও একের পর এক নারী নির্যাতন, ধর্ষণের খবর আসছে। সুবিচার ও প্রতিবাদের কথা মাথায় রেখে তাই ‘জাস্টিস’ লেখা সন্দেশ বানানো হয়েছে। বিক্রিও হচ্ছে দেদার।

সাদা সন্দেশের উপর আগুনের শিখা। তার ওপর ইংরেজিতে লেখা ‘জাস্টিস’, অর্থাৎ ‘বিচার’। অশোকনগরের ওই মিষ্টির দোকানের মালিকের দাবি, হু হু করে বিক্রি হচ্ছে এই সন্দেশ।

সন্দেশ কিনতে আসা মানুষও জানাচ্ছেন, এই মিষ্টি প্রতিবাদের কথা বলে। ভাইয়ের মঙ্গল কামনায় বোনের বিচারে দাবিতে এই মিষ্টি সদর্থক বার্তা দেবে বলেই মনে করেন তাঁরা। পাশাপাশি মিষ্টি ব্যবসায়ীর ভাবনার প্রশংসাও করেছেন অনেকে।

প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই প্রতিবাদে সরব রাজ্য থেকে দেশ। কর্মবিরতি, ধর্না, অবস্থান, অনশন করে ক্রমাগত বিচারের দাবি জানিয়ে আসছেন জুনিয়র ডাক্তাররা।

‘উই ডিম্যান্ড জাস্টিস’ স্লোগানে এক হয়ে গিয়েছে আট থেকে আশি। ডাক্তাররা তো বটেই, ছাত্র, নাগরিক সমাজ, সাধারণ মানুষ এক সুরে গলা মিলিয়েছেন বিচারের দাবিতে। এবার ভাইফোঁটার দিন ভাইয়ের মঙ্গল কামনার পাশাপাশি বোনের বিচার চেয়ে সন্দেশে লেখা হল ‘জাস্টিস’।

Previous articleUS presidential contest: মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন,কমলা হ্যারিস না ট্রাম্প? কোন পথে আমেরিকা? তাকিয়ে গোটা বিশ্ব
Next articleBhai Phonta কলকাতা ব্লাইন্ড স্কুলের সভাঘরে বিভেদহীন ভাইফোঁটার আয়োজন : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here