এক অভূতপূর্ব ভাই ফোঁটার সাক্ষী রইলো কলকাতার ধর্মতলার ট্রামডিপো। থ্যালাসেমিয়া রোগাক্রান্ত বাচ্চাদের, অনাথ আশ্রম এবং পথশিশুদের ফোঁটা দিলেন সমাজে ব্রাত্য যৌনকর্মী ও ক্যান্সার যোদ্ধা দিদিরা।
এই উপলক্ষে সমাজের বিভিন্ন স্তর যেমন রাজনৈতিক, ডাক্তার, সমাজসেবী, আইনজীবী, সঙ্গীত, নৃত্য, অভিনয়,পুলিশ ও অন্যান্য স্তরের ব্যক্তিরা এই ভাইফোঁটাতে অংশ গ্রহণ করেছেন। এঁনারা বাচ্চাদের ফোঁটা দিয়ে ওদের হাতে তুলে দিলেন নানান উপহার। এক বগির ট্রামটা হয়ে উঠেছিল আনন্দমেলা। দেখুন ভিডিও
এই অভিনব আনন্দ উৎসবের আয়োজন করার জন্য উদ্যোক্তাদের সত্যিই অভিনন্দন প্রাপ্য। প্রধান উদ্যোক্তারা হলেন ‘দক্ষিণ হাওড়া মুক্তধারা সংগঠন’। প্রতি বছরের মতো এবছরও এঁনারা আয়োজন করেছে “বিভেদহীন ভাইফোঁটা”। এই মিলন উৎসবে দক্ষিণ হাওড়া মুক্তধারার সক্রিয় সদস্য জয়দীপ দে’ র বক্তব্য অনুযায়ী ‘হাওড়া মুক্তধারা সংগঠনের’ উদ্দেশ্য হলো সমাজে পিছিয়ে পড়া দুঃস্থ এবং আনন্দে বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। ‘অলোক ফাউন্ডেশন’ ও ‘ডনবস্কো আশালয়াম’ এর মতন স্বেচ্ছাসেবী সংগঠন গুলোও এই মিলনমেলাতে হাতে হাত মিলিয়ে এগিয়ে এসেছেন। অরাজনৈতিক এই সংগঠন গুলোর এই প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবি রাখে।