Belur Math Reopen: ‌প্রায় দেড় মাস পর ভক্তদের জন্য খুলে গেল বেলুড় মঠ

0
344

দেশেরসময় ওয়েবডেস্ক:‌ করোনা সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই এদিন থেকে ফের ভক্তদের জন্য খুলে গেল বেলুড় মঠ।

প্রায় দেড় মাস পর খুলল মঠের দরজা।  গত ২৬ ডিসেম্বর স্বামীজির জন্মতিথি পালনের পর ২৭ তারিখ বেলুড় মঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। করোনা আক্রান্তের সংখ্যা বিপুল পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ভিড় এড়াতে মঠ বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তখন ঠিক ছিল ৩ জানুয়ারি পর্যন্ত বেলুড় মঠ বন্ধ থাকবে। কিন্তু পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য মঠ বন্ধ করে দেওয়া হয়। রাজ্য জুড়েও জারি হয় সরকারি বিধিনিষেধ৷ তবে গত কয়েক সপ্তাহে রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে৷ সেই কারণেই বেলুড় মঠের অছি পরিষদের বৈঠকে ফের মঠ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়৷

আজ ২৩ ফেব্রুয়ারি থেকে সমস্ত রকম কোভিড বিধি মেনে ভক্তদের জন্য খুলে গেল বেলুড় মঠ। কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভক্তরা মঠে প্রবেশ করতে পারবেন। এই সময়ের মধ্যে ঠাকুর দর্শন, মহারাজ প্রণাম ইত্যাদি হলেও আরতি দেখা যাবে না বা কোনও প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে না। শুধুমাত্র আগামী ৪ মার্চ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম তিথিতে ভক্তদের প্রবেশের সময়সীমা বাড়ানো এবং প্রসাদ বিতরণ করা হবে৷

Previous articleমাঝরাতে আনিসের দাদাকে হুমকি দিয়ে ফোন , ‘সিবিআই চাইলে খুন করে দেব’
Next articleViral: সামনে অ্যাম্বুল্যান্স আহত সাথীকে অনুসরণ করে ৮ কিমি সঙ্গী ঘোড়া পৌঁছল হাসপাতালে দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here