পিয়ালী মুখার্জী , বেহালা: শুরু হতে চলেছে চারদিনের শাস্ত্রীয় সঙ্গীত উৎসব । কলকাতার বেহালায় চারদিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছে একাধিক চমক। তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য দেশ-বিদেশের পাঁচ শাস্ত্রীয় সঙ্গীত উৎসবের মেলবন্ধন। বেনারস-জলন্ধর-ডোভার লেনের সঙ্গে মিশবে বাংলাদেশ!
প্রথম দিনেই থাকবে বিদুষী মঞ্জু মেহেতার অপূর্ব সেতারের ঝংকার, পন্ডিত অজয় চক্রবর্তীর কন্ঠে সঙ্গীত, পন্ডিত যোগেশ সামশির তবলা, হারমোনিয়ামে রূপশ্রী ভট্টাচার্য। সব মিলিয়ে একাধিক চমকে ভরপুর হয়ে উঠতে চলেছে বেহালার ব্লাইন্ড স্কুলের মাঠ।
শাস্ত্রীয় সঙ্গীত প্রেমীদের কাছে এক অভূতপূর্ব আকর্ষণ হয়ে উঠতে চলেছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স প্রেজেন্ট বেহালা শাস্ত্রীয় সঙ্গীত উৎসব। জানুয়ারি মাসে এই উৎসব হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। শুরু হবে আগামী ১৯ মার্চ থেকে।
উদ্বোধনী অনুষ্ঠানেই থাকছে চমক। দেশের চারটি বড় বড় শাস্ত্রীয় সঙ্গীত উৎসবে উদ্যোক্তারা উপস্থিত থাকবেন মঞ্চে। থাকবেন ওপার বাংলার শাস্ত্রীয় সঙ্গীত উৎসবের আয়োজকরাও। এককথায় বলা যায়,পাঁচ উৎসবের মিলনস্থল হয়ে উঠবে বেহালার এই উৎসব।
আহমেদাবাদের সপ্তক উৎসব।
জলন্ধরের হরিবল্লভ সঙ্গীত মহোৎসব। বারাণসীর সঙ্কটমোচন উৎসব ও ডোভারলেন মিউজিক কনফারেন্স আসবে এক ছাদের তলায়। সঙ্গে থাকবে ওপার বাংলার বেঙ্গল ক্ল্যাসিক্যাল মিউজিক ফেস্টিভেল। এইসব উৎসবের আয়োজকরা সংমিলিতভাবে বেহালার শাস্ত্রীয় সঙ্গীত উৎসবের সূচনা করবেন প্রদীপ জ্বালিয়ে। এই সব উৎসবের প্রাণ পুরুষদের উপস্থিতি এবারের অনুষ্ঠানকে অন্য মাত্রা দেবে বলে মত, বেহালা সাংস্কৃতিক সম্মিলনীর কর্তৃপক্ষের। পাশাপাশি, এই উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওপার বাংলার বেঙ্গল ফাউন্ডেশনের আবুল খয়ের লিটু।