Beauty pageants শোভাবাজার রাজবাড়ি আলো করে এস আর ইভেন্ট এর প্রথম সিজনের’সৌন্দর্য ‘ প্রতিযোগিতায় সেরার সেরা চার: দেখুন ভিডিও

0
359

Beauty pageants – A gateway to success & glory!

সঙ্গীতা চৌধুরী , কলকাতা :

শোভাবাজার রাজবাড়িতে আলো করে এস আর ইভেন্ট এর সেরার সেরা মুখ সিজন ওয়ান ২০২৪ ‘সৌন্দর্য ‘ প্রতিযোগিতায় সেরার সেরা হল চার জন।

মডেলিং এখন বিশ্বব‍্যাপী জনপ্রিয় সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে। ফ‍্যাশন ফটোগ্রাফির আবির্ভাবের সঙ্গে সঙ্গে মডেলিং-এর সুযোগ আরও বেড়ে গেছে। বিভিন্ন ধরনের মডেলিং রয়েছে। মডেলিং হল সেই অনন্য পেশাগুলির মধ্যে একটি যা কারো নির্দিষ্ট প্রতিভা প্রয়োগ করতে অনেক আকর্ষণীয় উপায়ে তাকে সাহায্য করে।

সম্প্রতি শোভাবাজার রাজবাড়িতে পমডেট ডেটিং অ্যাপস এর পরিচালনায় সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ।রানওয়েতে হাঁটা মডেলরা তাদের পারফমেন্স এ চমক লাগিয়ে দিলেন কলকাতা হেরিটেজ শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরে উপস্থিত দর্শক ও বিচারক মন্ডলীদেরকে। দেখুন ভিডিও

ইভেন্ট ডিজাইন করেছেন এস আর ইভেন্টস এর কর্ণধার তথা অনুষ্ঠানের উদ্যোক্তা রিয়া রায় এবং সৌরভ অধিকারী । উদ্যোগক্তরা জানান , এদিন সৌন্দর্য প্রতিযোগিতায় শিশু বিভাগ ছাড়া, আরও তিনটি বিভাগ ছিল। মিস্টার, মিসেস এবং মিস। মোট চারটি বিভাগে দশ রাউন্ডে এই ‘সেরার সেরা ‘ মুখ প্রতিযোগিতাকে সাজানো হয়েছিলো।

রঞ্জিতা ভট্টাচার্য, সুমন ব্যানার্জি এবং রীতা মাইতি এই তিন ডিজাইনারের পোশাকে মডেলরা সেজেছিলেন। প্রতিযোগীদের মধ্যে দারুণ আত্মবিশ্বাসের ছাপ লক্ষ করা যায়। প্রতিযোগিতা শেষে প্রত্যেক গ্রুপের সেরাদের মাথায় উঠেছিল বিজয়ীর মুকুট। তাছাড়াও তারা ট্রফি এবং নগদ অর্থের দ্বারা পুরস্কৃত করা হয় বিজয়ীদেরকে।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাজী এন্টারপ্রাইস এর কর্ণধার রাখেশ গোয়েল জি। বিচারক মন্ডলীতে ছিলেন পিজে এন্টারটেনমেন্ট এর কর্ণধার ,শ্রীমতি প্রীতি জৈন, কলকাতা খ্যাত ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা, উপস্থিত ছিলেন কলকাতা খ্যাতনামা মিস বেঙ্গল সপ্তমী ব্যানার্জি, ডিজাইনার রিতা মাইতি এবং প্রগতি বাংলার বিশিষ্ট ব্যক্তি অরিজিৎ নিয়োগী, এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গল এর বিশিষ্ট ওয়েডিং ফটোগ্রাফি “মুহুরাত” এর কর্ণধার সৌমদীপ দত্ত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটা গ্রুপ এর প্রেসিডেন্ট জয়ন্ত দাশগুপ্ত,
ডিজাইনার_ রিতা মাইটি, রঞ্জিতা ব্যানার্জি, সুমন ব্যানার্জি, আকাশ কীর্তানি, এবং প্রিন্স।
গ্রুমার জিৎ গণ । অনুষ্ঠান পরি চালনায় ছিলেন তথাস্তু পাপু, (বিশিষ্ট ফটোগ্রাফার), এছাড়াও ইভেন্ট ম্যানেজমেন্ট টিম এ ছিলেন সমীরন দে, গারগি সাহা, শিল্পা দাস, ফটোগ্রাফিতে ছিলেন ঈশিতা দাস, শুভম চৌধুরী । সৌরভ অধিকারীর কথায়,  মাত্র ১৪ দিনের একটা চ্যালেঞ্জিং পরিশ্রমে তারা এই শো করতে পেরে খুবই খুশি।

Previous articleKhaleda Ziaচিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে খালেদা জিয়াকে
Next articleDiwali Home Decor: দীপাবলিতে আলো লাগাবেন ? তবে সতর্ক হয়ে মেনে চলুন এই বিষয়গুলি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here