Basanta Utsav:মৃদঙ্গম নৃত্যকলা কেন্দ্রের উদ্যোগে চৈত্রে-বসন্ত উৎসব অনুষ্ঠিত হল বনগাঁয় : দেখুন ভিডিও

0
436

অর্পিতা বনিক, বনগাঁ: অনেককেই রসিকতা করে বলতে শোনা যায় বাংলার বসন্ত আর প্রকৃতিতে নেই’। আছে ক্যালেন্ডারের পৃষ্ঠায়। ক্যালেন্ডারের দিকে তাকালে কটা দিনই–বা আমরা পাব, যা বসন্তের সত্যিকারের অনুভূতিতে ভরা। তাঁদের কথা হয়তো কিছুটা সত্যি। বাংলায় বসন্ত যেন আসার আগেই হারিয়ে যায়।

বসন্ত এখন বড় বেশি ক্ষণস্থায়ী। ফলে পরিপূর্ণ বসন্তের স্বাদ আমাদের জীবনে খুব একটা নেই। তবে সেই না পাওয়াকে মানতে নারাজ বাংলা ও বাঙালি ৷ তাই ভরা চৈত্রেই বসন্ত উৎসবে মাতল বনগাঁবাসী ৷

মৃদঙ্গম নৃত্যকলা কেন্দ্রের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের সমন্নয়ে নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল বসন্ত উৎসব। মঙ্গলবার বিকাল থেকেই বনগাঁ পাবলিক লাইব্রেরীর প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলে রঙের খেলা। বিভিন্ন রঙের আবিরে একে অপরকে রাঙিয়ে তোলেন সকলে। দেখুন ভিডিও

অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা বলেন এ এক অন্যরকম ভালোবাসার উদযাপন। শিল্পীদের হাত ধরেই এই ভরা চৈত্রে টাউন হল প্রাঙ্গণে নেমে এল বসন্ত।

এই দৃশ্য দেখে অনেকেই বলছেন, এখানে আজ বসন্ত। এখানে আজই প্রেমের দিন। ভালবাসার সূচনা৷

Previous articlePM Narendra Modi: দুর্নীতিবাজরা এক মঞ্চে জুটেছে, বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর
Next articleMamata Banerjee Dharna: ‘এটা দলের প্রোগ্রাম’, ধরনা মঞ্চ থেকে বিভ্রান্তি কাটালেন মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here