Barrackpore news: সন্ন্যাসের উদ্দেশে যাত্রা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর? চিন্তায় ঘুম উড়েছে পরিবারের

0
966

দেশের সময় ওয়েবডেস্কঃ উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। বেশ কিছু পরীক্ষা দিয়েওছে ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র ধ্রুবজ্যোতি বিশ্বাস। কিন্তু হঠাৎ সে ‘উধাও’! খুঁজেই পাওয়া যাচ্ছে না তাকে। বাড়ির লোক হয়রান। তাঁরা বলছেন ছেলের সন্ন্যাসী হওয়ার দিকে ঝোঁক ছিল। স্বেচ্ছায় তাই করেছে কিনা ভেবে পাচ্ছেন না কেউ। বড় কোনও বিপদের আশঙ্কাও ঝেড়ে ফেলতে পারছে না ব্যারাকপুরের বিশ্বাস পরিবার।

ধ্রুবজ্যোতির বাবা কুন্তল বিশ্বাস জানিয়েছেন, তাঁর ছেলে সন্ন্যাসী হয়ে যেতে চাইত। পুজো-আচ্চার দিকেও ঝোঁক ছিল। কিছুদিন আগে স্কুলে গিয়েছিল সে বিশেষ ক্লাস করার জন্য । সেখান থেকে আর বাড়ি ফেরেনি। ছেলে কি সত্যি সন্ন্যাসী হয়ে চলে গেল? নাকি অন্য কোনও বিপদ হল তার? চিন্তায় ঘুম উড়েছে বাড়ির লোকের।

এদিকে ধ্রুবজ্যোতির স্কুলে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে সেদিন স্কুলে বিশেষ ক্লাস সে করেছে। তারপর যথারীতি বাড়ির দিকে রওনা দিয়েছে। এক বন্ধুকে নাকি সে বলেছে সে আর স্কুলে যাবে না, পরীক্ষাও দেবে না। সন্ন্যাস নেবে!

নিখোঁজ হওয়ার ক’দিন আগে বাড়িতে হঠাৎ চুল কেটে ন্যাড়া হয়ে এসেছিল ধ্রুবজ্যোতি। বাবা-মা জিজ্ঞেস করায় জানিয়েছিল গরমের কারণে এ কাজ সে করেছে। এদিকে পুলিশ তদন্ত চালিয়ে জানতে পেরেছে যাওয়ার আগে মোবাইল ফোন বাড়িতেই রেখে গেছে ধ্রুবজ্যোতি।

সেখানে হোয়াটসঅ্যাপে বন্ধুদের গ্রুপ সমস্ত মুছে দেওয়া হয়েছে। এসব দেখে শুনে পুলিশের অনুমান, হয়তো বাড়ি ছেড়ে স্বেচ্ছায় কোথাও চলে গিয়েছে সে। কিন্তু পরিবারের লোকজনের মন মানছে না। ছেলে কোথায়া আছে, নিরাপদে আছে কিনা সেই খবর না পাওয়া পর্যন্ত রাতে ঘুম হচ্ছে না কারও। তীব্র দুশ্চিন্তায় রয়েছেন সকলেই।

Previous articleNew York Attack: নিউইয়র্কের সাবওয়ে স্টেশনে বন্দুকবাজের হানা , ১৩ জন গুরুতর আহত উদ্ধার বিস্ফোরক
Next articleTrekking:হেঁটে আসুন হিমবাহের মধ্যে , ট্রেকিংয়ের স্বর্গরাজ্য পিণ্ডারী রুট!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here