Bardhaman News আরজি কর কাণ্ডের প্রভাবে লক্ষ্মী লাভে অনিশ্চিত কালনার চাঁদমালা ও প্রতিমা সজ্জার শিল্পীরা

0
39

 

অর্পিতা বনিক ও পার্থ সারথি নন্দী

দেশের সময় , পূর্ব বর্ধমান : হাতেগোনা কয়েকটিদিন তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো ।তবে মন ভালোনেই  কালনার প্রতিমার সাজসজ্জা তৈরি শিল্পীদের  । আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারের উপরে যে নৃশংস অত্যাচার করা হয়েছিল তারই প্রতিবাদে এবার কলকাতার বেশিরভাগ ক্লাবগুলো এবছর বড় করে দুর্গাপুজো করছে না বলে জানালেন কাল নার শিল্পীরা । সেই কারণে এ বছর দুর্গা ঠাকুরের সাজ এর বরাত ও কম পেয়েছে ঠাকুরের চাঁদ মালা তৈরির শিল্পীরা।

দেখুন ভিডিও

শিল্পী সুব্রত পাল জানান প্রতি বছর প্রচুর পরিমাণে ঠাকুরের মালা ও চাঁদ মালা তৈরি হয় আমরা বরাদ পাই কিন্তু এই বছর আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারের উপর অমানবিক অত্যাচারের প্রতিবাদে কলকাতার বড় বড় ক্লাবগুলি সেই ভাবে দুর্গাপুজো করছে না, সেই কারণে এই বছরে সেভাবে মালা এবং চাঁদমালার চাহিদা নেই, ৫০০ থেকে ৬০০ জন মহিলা মালা ও চাঁদ মালা তৈরী করে স্বনির্ভর হয়েছে, তবে এই বছর পরিবেশকে প্লাস্টিক থেকে রক্ষা করার জন্য পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে চাঁদমালা এবং মালা তৈরিরির কাজ চলছে । কিন্তু এবছর লক্ষ্মী লাভে অনিশ্চিত হয়ে পড়েছেন কালনার চাঁদমালা ও প্রতিমা সজ্জার শিল্পীরাও। চিন্তার ভাঁজ পড়েছে শিল্পীদের কপালে । 

Previous articleSubhendu Adhikary মমতাকে জোড়া চ্যালেঞ্জ! ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ ও বর্ডার খোলার দাবি শুভেন্দুর : দেখুন ভিডিও
Next articleRGkar Protest Rally Live  শহর জুড়ে মশাল মিছিল,বিচার চেয়ে  পথে নেমেছে সাধারণ মানুষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here