দেশের সময় ওয়েবডেস্কঃ বিচারপতির কালো কোট ছেড়ে তিনি এখন গেরুয়া শিবিরে। বৃহস্পতিবার বিজেপির দফতরে পদ্মের ঝান্ডা ধরেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাঁকুড়ার সভা থেকে নাম না করে প্রাক্তন বিচারপতিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ।
এক সভায় সায়নী বলেন, “কয়েকদিন আগে একজন বিচারপতির চেয়ারে বসে খুব বড় বড় কথা বলছিলেন, এখন বুঝতে পারছি, রায় দেওয়ার আগে তিনি গোমূত্র দিয়ে গার্গল করে নিতেন।” দেখুন ভিডিও
বৃহস্পতিবার বাঁকুড়া হিন্দু হাইস্কুলে দলের জনগর্জন সভার প্রস্তুতি ছিল। মঞ্চে দাঁড়িয়ে একের পর এক আক্রমণ শানিয়ে যান সায়নী। তিনি বলেন, “বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এত দিন আপনি মানুষের বিচার করতেন, এবার মানুষ আপনার বিচার করবে। মাঠে নামুন, এই মাঠেই খেলা হবে। ২০২৪-এ মানুষ আপনার জামানত বাজেয়াপ্ত করে লোটাকম্বল দিয়ে বিদায় করবে।”
এরপরেই তৃণমূল কর্মীদের উদ্দেশে সায়নী বলেন, “বিজেপিকে ভয় পাবেন না, ওদের ভয় দেখাবেন। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির হাজারো অভিযোগ তুললেও কোনও প্রমাণ দেখাতে পারেনি।”
পরে সাংবাদিকদের মুখোমুখি হতে ফের তাঁর মুখে উঠে আসে প্রাক্তন বিচারপতির প্রসঙ্গ। প্রশ্নের উত্তর দিতে গিয়ে সায়নী বলেন, “উনি বিচার ব্যবস্থার কলঙ্ক। বিচার ব্যবস্থার নাম করে আড়াল থেকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কাজ করেছেন। বিজেপিকে আকৃষ্ট করার জন্য উনি রায় দিচ্ছিলেন।”
এরপরেই বিধায়ক তাপস রায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রশ্নের করলে সায়নী বলেন, “তাপসদার দল ছেড়ে যাওয়া অত্যন্ত দুঃখের। লোকসভা ভোটের আগে ওনার দল ছাড়া যুব সম্প্রদায়ের কাছে ভালো উদাহরণ হতে পারে না। তবে কোনও বাধ্যবাধকতার কাছে হেরে গিয়েছেন। বিজেপির ‘ওয়াশিং মেশিন’ তো সব সময় চালু থাকে। কে কখন ঢুকবে সেটাই এখন দেখার।