Bank job: চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর! জেলায় জেলায় বন্ধন ব্যাংকের নিয়োগ চলছে ,উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলেই আবেদন করুন এখনই

0
336
হিয়া রায়, কলকাতা

রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর রয়েছে । পশ্চিমবঙ্গে বেকার যুবক, যুবতী দের জন্য বন্ধন ব্যাংকের তরফ থেকে বিরাট সুখবর রয়েছে।

যারা বেকার অবস্থায় হন্যে হয়ে একটি চাকরির আশায় দিন গুনছেন তাদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি বন্ধন ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন কিন্তু সফল হতে পারছেন না । অথবা শিক্ষাগত যোগ্যতার কারণে পিছিয়ে পড়ছেন। সাধারণ শিক্ষাগত যোগ্যতার অধিকারীদের জন্য এটি প্রায়শই হতাশাজনক , কারণ অনেক প্রতিষ্ঠান উচ্চতর একাডেমিক প্রমাণপত্রের দাবি করে। বিশেষ করে ব্যাংকিং খাতে এটি সত্য।

তবে বন্ধন ব্যাঙ্ক সাধারণ শিক্ষাগত যোগ্যতা সহ প্রার্থীদের স্বাগত জানায় এমন চাকরির পদ অফার করে! এখন, আপনার শিক্ষাগত পটভূমি নির্বিশেষে, আপনি বন্ধন ব্যাঙ্কের সৌজন্যে লাভজনক ব্যাঙ্কের চাকরির জন্য আবেদন করতে এবং নিয়োগ পেতে পারেন।

এই চাকরির জন্য কোনো টাকা লাগবে না বা লাগে না। বিনামূল্যে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করা যে কোন ভারতীয় এখানে আবেদন করতে পারবেন। নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

ব্যাংকিং নাম :-

নিয়োগটি হবে বন্ধন ব্যাঙ্ক লিমিটেড (Bandhan Bank Limited)। রাজ্যের মেইন শাখা এর পক্ষ থেকে এই নিয়োগের আয়োজন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে দেশব্যাপী বন্ধন ব্যাঙ্কের বিভিন্ন শাখাতে।

মোট শূন্য পদ (Job Description):-

Bandhan Bank -এ Data Entry Operator, Back Office Excutive, Customer Service Officer- পদে নিয়োগ।

চাকরির অবস্থান (Job location):-পশ্চিমবঙ্গের মধ্যে, সব জেলাব্যাপী নিয়োগ চলিতেছে।

অভিজ্ঞতা (Experience):- কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই।

আবেদনের মাধ্যম (Application Process):–

আপনার সিভি জমা দিন হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে (Send Your Cv)
Whatsapp:
9088538738 / 9903559738

  • Email:- hrd.hiyasips@gmail.com

আবেদন ফি:-
সংশ্লিষ্ট পদে আবেদন করার পর প্রার্থীদের কোনো রকম কোনো আবেদন ফি লাগবে না ।

বেতন :-

যে সকল প্রার্থী চাকরিতে নিযুক্ত হবে তাদের প্রতি মাসে ১৫,৭০০ টাকা থেকে ২২,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। যত উচ্চ পদ হবে, সেই অনুযায়ী বেতনও বেশি হবে।

বয়সসীমা:-

আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বাধিক 32 বছরের মধ্যে হতে হবে।

নিয়োগ পদ্ধতি:-

কেবলমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে ।

আমাদের প্রয়োজনীয়তা (Our Requirements):-

  • আঞ্চলিক ভাষায় কথা বলার দক্ষতা।
  • সপ্তাহে ৬ দিন কাজ করার মানসিকতা।
  • নেতৃত্ব দানের সক্ষমতা।
  • চাপের মধ্যে কাজ করার দক্ষতা।

প্রয়োজনীয় ডকুমেন্ট :-

সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
আধার কার্ড/ভোটার কার্ড/ প্যান কার্ড।
রঙিন পাসপোর্ট সাইজের ফটো। (বিগত তিন মাসের মধ্যে তোলা)

ইন্টারভিউয়ের সময়:-

সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা ইন্টারভিউ দিতে চান তারা নির্দিষ্ট সময়ের কিছুটা আগে উপরিউক্ত ডকুমেন্টস সহ ফরম্যাল পোশাকে পৌঁছে যাবেন।
তবে কেউ জিন্স প্যান্ট পরে গেলে তাকে Allow করা হবে না।

কবে কোথায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তা জানতে হলে নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিন। আর কাজটি করতে ইচ্ছুক থাকলে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সিভিটি পাঠিয়ে দিন, না হলে নিচে দেওয়া ইমেইল আইডিতে আপনার সিভিটি পাঠিয়ে দিতে পারেন ।
*Calling/Whatsapp:- 9088538738 / 9903559738
hrd.hiyasips@gmail.com

Previous articleKolkata Book Fair 2024: ভিন্ন যৌনতা: মানবী-মধুজাদের লড়াইয়ে সমাজের ট্যাবু ভাঙার চেষ্টায় বইমেলায় বই
Next articleIsrael Bombs Gaza University: বোমা হামলা গাজার বিশ্ববিদ্যালয়ে! ভাইরাল ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here