Bangladeshi Takaবাংলাদেশি টাকার দাম হু হু করে পড়তে শুরু করেছে ! মাথায় হাত ভারতীয় ব্যবসায়ীদের :দেখুন ভিডিও

0
196
অর্পিতা বনিক দেশের সময়

পেট্রাপোল: শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশের টাকার দাম পড়তে শুরু করেছে। পেট্রাপোল সীমান্তের যে সমস্ত মানি এক্সচেঞ্জ রয়েছে, সেখানে মূলত বাংলাদেশের মুদ্রা আদান-প্রদান হয়। কিন্তু বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরপরই ডলারের নিরিখে বাংলাদেশের মুদ্রার দাম পড়তে শুরু করেছে। আগে, ১০০ টাকার বিনিময়ে ভারতীয় মুদ্রায় ৭১ টাকা দেওয়া হত। মঙ্গলবার বাংলাদেশের ১০০ টাকার বিনিময়ে মিলছে ৬৫ রুপি। উল্টোদিকে গতকাল পর্যন্ত ভারতে ১০০ টাকার বিনিময়ে ১৩৭ বাংলাদেশি টাকা পাওয়া যেত। আজ সেটা মিলছে ১৪৫ টাকা। সমস্যায় পড়েছেন সীমান্ত ব্যবসায়ীরা I দেখুন ভিডিও

সূত্রের খবর,অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তারই মাঝে বুধবার নতুন করে অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশের ব্যাঙ্কে। জানা গেছে ব্যাঙ্কের একাংশ কর্তা ও কর্মীদের বিক্ষোভের মুখে এদিন কার্যত সাদা কাগজে মুচলেখা লিখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় ব্যাঙ্কের ডেপুটি গভর্নর-সহ ৬ শীর্ষ কর্মকর্তা।

বাংলাদেশের এখনও যা পরিস্থিতি, সে দেশের মুদ্রা আরও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, আমদানি-রফতানি পুরোপুরি বন্ধ।

বাংলাদেশের স্থানীয় ব্যবসা লাটে উঠেছে। সাধারণ মানুষ ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিতে চাইছে। সব নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি সঙ্কটজনক। তাই ভারতে যাঁরা বৈদেশিক মুদ্রা লেনদেনের ব্যবসা করেন, তাঁরা বাংলাদেশের টাকা বেচে দিতে চাইছেন। কারণ, আরও নীচে নামতে পারে সে দেশের মুদ্রার দাম।

Previous articleBangladesh Crisis: সম্প্রীতি রক্ষার আর্জি নিয়ে বাংলাদেশে মন্দির পাহারায় মুসলিম যুবকেরা
Next articleBangladeshরাত পোহালেই বাংলাদেশে ফিরছেন মহম্মদ ইউনুস ,বৃহস্পতিতে অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ, ঘোষণা বাংলাদেশের সেনাপ্রধানের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here