![](https://deshersamay.com/wp-content/uploads/2022/02/DS15022022-1024x853-1.jpg)
দেশের সময়: এবার পুরসভা নির্বাচনে বনগাঁয় অবাধে ছাপ্পা ভোট ও ব্যাপক রিগিং করেছে শাসক দল এই অভিযোগ তুলে সিপিএমের পক্ষ থেকে সোমবার বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন সিপিএম নেতা, কর্মীরা। এবং পরে বিকালে তাঁরা বাটা মোড়ে প্রায় এক ঘন্টা যশোর রোড অবরোধ করে ৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/02/1645874688479-1024x453-1.jpg)
সিপিএমের বনগাঁ লোকাল কমিটির সম্পাদক সুমিত করের অভিযোগ, ‘নির্বাচনের নামে রবিবার গোটা রাজ্যের পাশাপাশি বনগাঁতে যে ঘটনা ঘটেছে, তা নির্বাচনের নামে প্রহসন। বিরোধী দলগুলির এজেন্টদের, প্রার্থীদের মারধোরের পাশাপাশি শাসক দলের মদতে বহিরাগত দুষ্কৃতীরা অবাধে ছাপ্পা ভোট দিয়েছে।’
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/02/1646061155804.jpg)
তাঁর আরও অভিযোগ, ‘আমরা আগেই এই আশঙ্কার কথা প্রশাসনকে জানিয়েছিলাম। তারপরেও প্রশাসন কোনও উদ্যোগ নেয়নি। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। বনগাঁ পুরসভার ২২ টি ওয়ার্ডের মধ্যে ১১ টি ওয়ার্ডেই এই ঘটনা ঘটেছে। তারমধ্যে ৮ টি ওয়ার্ডে কোনও ভোটই হয় নি।’
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/02/annapurna-car-bazar-new-ad-1-1024x768-1.jpg)
এই পরিস্থিতিতে নির্বাচনের নামে প্রহসনের প্রতিবাদে এবং বনগাঁ পুরসভার ৮ টি ওয়ার্ডে পুন:নির্বাচনের দাবিতে সোমবার দুপুর ২ টো থেকে ৪ টে পর্যন্ত বনগাঁর মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে সিপিএম। তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশন এবং মহকুমা প্রশাসনের কাছে ই মেল মারফত পুন:নির্বাচনের দাবি জানানো হয়েছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/02/2020-12X5-copy-1024x427-1-1024x491-1.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/02/1642592643433-631x1024-1.jpg)