দেশের সময় , বনগাঁ: দেখতে দেখতে পার হয়ে যাওয়া ১১টা বছর। ২০১১ সালের মে মাসে ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে বাংলার ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার৷ ৫ মে বৃহস্পতিবার সেই সরকারের শপথ নেওয়ার ১১ বছর পূর্ণ হয়েছে। আর সেদিন থেকেই রাজ্যের জেলায় জেলায় শুরু হয় সেই বর্ষপূর্তির অনুষ্ঠান যার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

১১ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার বনগাঁর মণীষাঙ্গণ থেকে মিছিল করে বনগাঁর তৃণমূল নেতা কর্মীরা। নানা অনুষ্ঠান আয়োজিত হয় বনগাঁ পুরসভার ব্যবস্থাপনায়৷বনগাঁ পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, এই ১১ বছরে রাজ্য সরকার রাজ্যবাসীর উন্নয়নে অজস্র আর্থসামাজিক প্রকল্পের সূচনা করেছে। সেই সব প্রকল্পের কথা আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরেছি ১৫ দিন ধরে চলা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে মাধ্যমে৷

তিনি আরও জানান, উন্নয়নের পথে ১১ বছর’ অনুষ্ঠানের মাধ্যমে বনগাঁ মহকুমার প্রতিটি প্রতিটি ব্লক স্তরে পৌঁছে দেওয়া হবে রাজ্য সরকারের বিভিন্ন সাফল্যের কথা। ট্যাবলো, ব্যানার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়েছে কৃষকবন্ধু, বাংলা শস্যবিমা, লক্ষ্মীর ভাণ্ডার(Lakhir Bhandar), স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বাংলা সহায়তা কেন্দ্র-সহ বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা। 

পুরসভা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতার অংশগ্রহণকারীদের কে পুরসভার পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হয়৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here