Bangaon news : বনগাঁ স্টেশন এলাকায় রেলের উদাসীনতায় অগ্নিকান্ড ,বললেন পুরপ্রধান গোপাল শেঠ

0
1012

দেশের সময় , বনগাঁ: শনিবার দুপুরে বনগাঁ থানার রেল বাজার সংলগ্ন এলাকার দুটি দোকানে হঠাৎ আগুন লেগে সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে৷ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকারও বেশি ব্যবসায়ীদের দাবি৷

এলাকাবাসীদের কথায় ওই দোকান সংলগ্ন এলাকায় রেলের একটি ভ্যাট আছে সেখানে প্রতিদিন রেলের সমস্ত আবর্জনা পোড়ানো হয় সেখান থেকেই এদিন আগুন লেগেছে বলে তাঁদের ধারণা৷ ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকার রেল বাজারের বাটা মোড় এলাকায় ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। এব্যপারে তিনি অভিযোগ করে বলেন সম্পূর্ণভাবে রেলের উদাসীনতার কারণে এদিনের অগ্নিকাণ্ড ঘটেছে ৷ বহুবার পুরসভার পক্ষ্ থেকে রেলকে ওই স্থানের ভ্যাট পরিস্কার করার কথাবলা হলেও তা সময়মত পরিস্কার না করে দীর্ঘদিন পরে ওখানকার নোংরা আবর্জনায় আগুন ধরিয়ে পরিস্কার করা হয় বলে জানা গিয়েছে৷ এদিন তেমনই ভাবে ওই আবর্জনার স্তুপ থেকে আগুন ছড়িয়েছে বলে মনেকরা হচ্ছে৷ আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আছি তাঁদেরকে পুরসভারপক্ষ থেকে যেভাবে সাহায্য করা যায় তার চেষ্টা করব এবং এ বিষয়ে রেল কর্তৃপক্ষকে নিদিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য জানাব ৷

দমকলের সূত্রে জানা গিয়েছে, একটি মোবাইলের দোকান , একটি প্রসাধনী সামগ্রীর দোকান এবং একটি ফার্মেসীর দোকানঘর আগুনে ভস্মীভূত হয় । দমকলের দুটি ইঞ্জিন প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ।

আগুন লাগার বিষয়ে কর্তব্যরত এক দমকল কর্মী জানান রেলের ওই আবর্জনার স্তুপ থেকেই সম্ভবত আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে তাঁদের ধারণা৷

Previous articleAnubrata CBI: রক্ষাকবচহীন কেষ্টকে ফের তলব সিবিআইয়ের
Next articleপাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপর হামলা লন্ডনে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here