Bangaon News অন্তঃসত্ত্বা মেয়েকে বনগাঁ হাসপাতালে নেওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বাবার ! গুরুতর যখম মা ও মেয়ে, আটক বেপরোয়া বাইক

0
24

দেশের সময় , বনগাঁ:গভীররাতে অসুস্থ অন্তঃসত্ত্বা মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে বনগাঁ হাসপাতালে যাওয়ার পথে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হল বাবার। গুরুতর যখম হন তার  অন্তঃসত্ত্বা মেয়ে  ইয়াসমিনা তরফদার ও মৃতের স্ত্রী তসলিমা তরফদার । দুজনই বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২ টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা সংলগ্ন তৃকোণ পার্কের বনগাঁ- চাকদা সড়কে । গুরুতর জখম অবস্থায় তিনজনকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে দিলওয়ার তরফদার (৩৭) কে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন । মৃতের  বাড়ি বনগাঁ থানার ধর্ম পুকুরিয়া গ্রামপঞ্চায়েতের অন্তর্গত সবাই পুর গ্রামে। তার অন্তঃসত্ত্বা মেয়ে ইয়াসমিন তারফদার বনগাঁ এইচ ডি ইউতে চিকিৎসাধীন । স্ত্রী তসলিমা তরফদারও  হাসপাতালে ভর্তি রয়েছে । দুজনই গুরুতর জখম হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিলওয়ার তরফদার নামে ওই বেক্তি ত্রিকোণ পার্ক এলাকায় রাস্তার পাশে তার বাইক দাঁড় করিয়ে  তার অন্তঃসত্ত্বা মেয়েকে জল খাওয়াচ্ছিলেন  সেই সময় উল্টো দিক থেকে তীব্র গতিতে  একটি বাইক এসে সজোরে ধাক্কা মারাতেই  দুর্ঘটনার কবলে পড়েন তিনজন । বেপরোয়া বাইকটি কে আটক করেছে বনগাঁ থানার পুলিশ ।

মৃতের পরিবারের অভিযোগ মদ্যপ ব্যবস্থায় বেপরোয়া বাইকের ধাক্কায় এই মৃত্যুর ঘটনা । বেপরোয়া বাইক চলাচলে উদাসীন প্রশাসন । ব্যবস্থা নেওয়া উচিত ।

Previous articleDurga puja 2025এবার আপনিও যেতে পারেন মহাকাশে!পুজোয় অভিনব থিমের আয়োজনে লেবুতলা পার্ক
Next articleOld Age Pension মায়ের জন্য ভালোবাসা: ৯৪ বছরের বৃদ্ধা মা’কে বার্ধক্য ভাতার টাকায় মিষ্টি দই কিনে খাওয়ান বনগাঁর মৈতোষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here