সুদীপ্ত দাস, বনগাঁ: হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে এবার বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড।মূলত গত পুরসভা নিরর্বাচনের ফল ঘোষনার পরেই শারিরীক অসুস্থ্যতায় মৃত্যু হয়েছিল ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিজয়ী কাউন্সিলার দিলিপ দাসের।আর তার মৃত্যুর কারনেই এই ওয়ার্ডে এবার ২১শে আগস্ট উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়।
জানা যায় এবছর এই এলাকায় মোট ভোটার ৪৭৭৬ জন।যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে পাপাই রাহাকে।বিজেপির প্রার্থী অরূপ পালকে,এবং সিপিআইএমের প্রার্থী করা হয়েছে ধৃতিমান পালকে।
এদিকে পাপাই রাহার নাম ঘোষণা হওয়ার পর থেকেই তার দৃঢ় বিশ্বাস তিনি জিতবেন,তাও আবার বিপুল ভোটে।তার কথায়,দিদির উন্নয়ন ছড়িয়ে রয়েছে।আর দুর্নীতির মধ্যেও দিদি বুঝিয়ে দিয়েছেন কোনো কিছুকেই প্রশয় দেন না আমাদের মুখ্যমন্ত্রী।আর সেইজন্য জেতার পরই দিদির প্রকল্পের উন্নয়ন ছড়িয়ে দেবো।এবং জেতার পর আমার মূল লক্ষ্য হবে এই এলাকার জমা জলের যন্ত্রণা দূর করা।এবং প্রচারে বেরিয়ে মানুষকেও বলছি আপনারা আশীর্বাদ করুন অবশ্যই এর সমাধান হবেই।তৃণমূল কংগ্রেসের দ্বারা উন্নয়ন হয়েছে অনেক এই এলাকায়। তবে কিছু কিছু জায়গায় উন্নয়নের খামতি থেকে গেছে।সব কাজতো মানুষ একবারে করতে পারেন না। তবে আমি আশা রাখি এই ওয়ার্ডের মানুষ দিদিকে চায় ,মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবাসেন তাই তৃণমূল দলের প্রতি তাঁদের আস্থা জারি রাখবেন এবারও৷
এদিকে এই বিষয়ে শাসকদলের জেতার বিষয়কে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি এদিন বিজেপি প্রার্থী অরূপ পাল।তিনি দাবি করেছেন,প্রতিটি দূরদর্শন এবং সংবাদম পত্রের মাধ্যমে মানুষ জেনে গেছেন তৃণমূলের বর্তমান পরিস্থিতি কি।কতটা দুর্নীতি গ্রাস করেছে শিক্ষার অঙ্গনকে৷ তাই কোনোমতে আর এই ১৪ নম্বর ওয়ার্ডে শাসক দল জায়গা করতে পারবে না বলে মত তার।এর সাথে তিনি আরও দাবি করেন,দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের মানুষের সঙ্গে সম্পর্ক আমার খুব ভালো।মানুষ আমায় চেনে।বিপদে আপদে আমায় পাশে পায় তাঁরা।আর বর্তমান সরকারের দুর্নীতি সকলের সামনে এসেছে,বেহাল অবস্থা রাজ্য সরকারের।
বর্তমানে বিজেপি-ই একমাত্র মুখ৷ তাই ১৪ নম্বর ওয়ার্ডে বিজেপির জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা।শতভাগ নিশ্চিত জয়লাভ করবো আমি। তিনি অভিযোগের সুরে বলেন,এই ওয়ার্ডে বৃষ্টির সময় জল জমায় সমস্যা হয় ৷ এক কথায় নিকাশি ব্যাবস্থার বেহাল দশা ৷ জিতে এই সমস্যা দূর করার চেষ্টা করবো।এবং মানুষের পাশে ৩৬৫ দিন সবসময় থাকার শপথ নেব।
এদিকে আবার দেখা যায় শাসক দল ও গেরুয়া শিবিরের জয়কে পাল্টা আক্রমণ করেছেন সিপিআইএম প্রার্থী ধৃতিমান পাল। এদিন তিনি বলেন,বামফ্রন্ট সরকারের আমলে মানুষ যদিও বা চাকরি পেত। বর্তমান সরকার এবং বিজেপি সরকারের আমলে সেই আশা আর নেই।শিক্ষা দুর্নীতিতে ভরে গেছে গোটা রাজ্য। তাই জয়ের মুখ দেখবে এবার সিপিআইএম-ই।ধৃতিমানের মুখেও শোনা যায় উন্নয়নের বার্তা।তিনিও বলেন,প্রতিটি মুহুর্তে মানুষের পাশে ছায়ার মত থাকবেন তিনি।
সব মিলিয়ে ১৪ নম্বর ওয়ার্ডে ভোটের হাওয়া গরম ৷ সব দলই উন্নয়নের কথা বলেই প্রাচার চালাচ্ছে জোরকদমে ৷ শেষ হাসিটা কে হাসে এখন সেইদিকেই চোখ সকলের ৷