Bangaon Newsবনগাঁয় মহিলাকে রাস্তায় ফেলে চুলের মুঠি ধরে পেটাচ্ছে যুবক! দেশের সময়- এর ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য: দেখুন ভিডিও

0
33

সোমবার দুপুরে উত্তর ২৪ পরগনার বনগাঁর Bangaon মতিগঞ্জ ঘড়ি মোড় এলাকায় এক মহিলাকে প্রকাশ্য রাস্তায় ফেলে – চুলের মুঠি ধরে – লাথি , কিল ও ঘুষি মেরে ব্যাপক পেটাল এক যুবক (Young man beats woman)৷ দেখুন ভিডিও

যুবকের রনংদেহি দৃশ্য দেখেও পথ চলতি কোন মানুষ প্রথমে এগিয়ে  আসেননি বলে অভিযোগ। যুবকের মারে মুর্ছা যায় ওই মহিলা । সেই দৃশ্য ক্যামেরাবন্দি করার পাশাপাশি প্রতিবাদ করে দেশের সময় -এর প্রতিনিধি ।

তারপরই ঘুম ভাঙে স্থানীয় টোটো চালকদের এক অংশের। এরপরই স্থানীয় মতিগঞ্জ টোটো স্ট্যান্ডের টোটো চালক ভাইয়েরা আহত মহিলাকে মারমুখি যুবকের হাত থেকে ছাড়িয়ে নিয়ে এসে সুস্থ করেন ।

টোটো চালকদের কেউ বলছেন ওদের  বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে দু ‘জনের মধ্যে  , আবার কেউ বলছেন ওরা স্বামী – স্ত্রী  । তবে সম্পর্ক যাই থাকুক না কেন । প্রশ্ন উঠছে , এভাবে প্রকাশ্য দিবালোকে বনগাঁর মতিগঞ্জ ঘড়ি মোড়ের কাছে টোটো স্ট্যান্ডের পাশেই অসংখ্য মানুষের সামনেই এক মহিলা কে এ  ভাবে পেটাল এক যুবক।

আর সামনে উপস্থিত সকলেই নীরব দর্শক হয়ে সেই দৃশ্য উপভোগ করলেন বেশ কিছুক্ষণ ধরেই । এটাকে  কি বলবেন আপনারা?  দেশ জুড়ে যে ভাবে হিংসার শিকার হচ্ছেন বাড়ির মেয়ে-বউরা। যা নিয়ে উদ্বিগ্ন মহিলা কমিশনও। আজকের এই ঘটনার জন্য বনগাঁর সাধারণ মানুষই কি বলবেন রইল প্রশ্ন!

Previous articleR G Kar: ‘ধর্ষণ না গণধর্ষণ’,সঞ্জয় কি একমাত্র, নাকি আর কেউ আছে? তিলোত্তমার মামলায় বড় প্রশ্ন তুলে দিল হাইকোর্ট
Next articleMamata Banerjee’আমি ব্রিটেনের সঙ্গে বাংলার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার জন্য উন্মুখ হয়ে রয়েছি’, মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here