Bangaon: ডাকু এখন চেয়ারম্যান নেই, তা বলে তো সম্পর্ক হারিয়ে যেতে পারে না! বনগাঁয় পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য মদনের

0
1075

আমি বাংলার ক্রাশ হতে চাই না। আমি চাই বিজেপি দাঙ্গা করলে বনগাঁয় ওদের ত্রাস হতে :

দেশের সময় ওযেবডেস্কঃ পুজোর উদ্বোধন করতে গিয়ে ওহ লাভলি! সহ নানা গানে দর্শদের মাতালেন মদন মিত্র। পাশাপাশি দলত্যাগী নেতাদের কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

রবিবার বনগাঁর শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবে পুজোর উদ্বোধনে যান মদন মিত্র। সেখানে গানের মাঝেমাঝে নাম না করে শুভেন্দু অধিকারীকে কুমড়ো বলেও কটাক্ষ করেন। গানে কথায় বিরোধীদের নিশানা করেন মদন। বলেন, ‘কুমড়োগুলো ফুলো ফুলো, অনেক দামে বিক্রি হল। সঙ্গে ছিল ঢাঁড়শ মুলো। ওরা সব ব্যাক করল।’ আরও বলেন, আমি বাংলার ক্রাশ হতে চাই না। আমি চাই বিজেপি দাঙ্গা করলে বনগাঁয় ওদের ত্রাস হতে।

এদিন মন্ডপে ফিতে কেটে পুজোর উদ্বোধন করে মদন মিত্র বলেন, এই পুজোর উদ্যোক্তা ডাকু ও জোৎস্নার সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো। ডাকু এখন চেয়ারম্যান নেই। তা বলে তো সম্পর্ক হারিয়ে যেতে পারে না! তাই ডাকুর উদ্বোধনে সাড়া দিয়ে পুজোর উদ্বোধন করলাম। 

Previous articleWeather Forecast : পুজোয় বঙ্গে বৃষ্টির ভিন্ন পূর্বাভাস, কী জানাচ্ছে হাওয়া অফিস? দানা বাঁধছে নিম্নচাপ, ষষ্ঠী সপ্তমীও কি ভিজবে শহর
Next articleDurga Puja:পুজোর ক’দিন আরও ছাড় রাজ্যের,মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল নেমেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here