
স্ত্রী সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতেন। তাতেই নাকি অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। তা থেকেই সম্পর্কে অশান্তি শুরু স্বামী-স্ত্রীর। অশান্তির জেরে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করলেন স্বামী, অভিযোগ তেমনটাই।
ঘটনাস্থল বাগদা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগদা থানা এলাকার কোলা গ্রামের বাসিন্দা অর্পিতা বিশ্বাস রবিবার সকাল বেলায় রান্নাঘরে রান্না করছিলেন। হঠাৎ করে চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন রান্নাঘরে লুটিয়ে অর্পিতা, কুড়ুল হাতে প্রসেনজিৎ। দেখুন ভিডিও
ঘটনাস্থলেই মৃত্যু হয় অর্পিতা বিশ্বাসের ( ২৮ বছর )। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগদা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় প্রসেনজিৎকে। পুলিশ সূত্রে খবর, অর্পিতাকে গলায় কুপিয়ে খুন করা হয়েছে । কী কারণে, খুন তা খতিয়ে দেখছে বাগদা থানার পুলিশ ।
প্রসেনজিৎ বিশ্বাসের মায়ের দাবি সামাজিক মাধ্যমে ভিডিও বানাতে বানাতে গিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক হয়েছিল বৌমার। অর্পিতা মাঝে মাঝেই সংসার চেহড়ে যাওয়ার কথা বলত বলেও দাবি করেছেন তিনি। । রবিবার সকালের অশান্তির কথা তিনি স্বীকার করেছেন, একই সঙ্গে ছেলের হাতে কুড়ুল দেখেছেন বলেও দাবি করেছেন।
স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী জানিয়েছেন, সামাজিক মাধ্যমে অন্য পুরুষের সঙ্গে পরিচয় হয়েছিল এই গৃহবধূর। মাঝেমধ্যেই ঝামেলা হত, প্রতিবেশীরা অনেকবার বুঝিয়েছেন । রবিবার সকালে প্রসেনজিৎ বিশ্বাস কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করেছে।