AVBP Protest:এবিভিপির স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার , পুলিশের লাঠিচার্জে  রণক্ষেত্র সল্টলেক! দেখুন ভিডিও

0
133

অর্পিতা বনিক,কলকাতা:   আরজি করে ডাক্তারি ছাত্রী খুন এবংং তারপরে আন্দোলনকারীদের ওপরে মধ্যরাতে হামলার ঘটনায় আন্দোলিত সমাজ। দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। সুপ্রিম কোর্টও স্বতঃপ্রণোদিতভাবে ওই মামলার শুনানিতে রাজ্যের ভূমিকার তীব্র সমালোচনা করেছে।

এমনকীআরজি কর হাসপাতালের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানে নামে সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। ওই অভিযানকে ঘিরেই মঙ্গলবার রণক্ষেত্রর চেহারা নিল সল্টলেক।

দেখুন ভিডিও

সল্টলেকের সেক্টর ফাইভের স্বাস্থ্যভবনে অফিস। তার অনেক আগেই আন্দোলনকারীদের পথ আটকায় পুলিশ। এরপরই শুরু হয় গোলমাল। প্রথমে সেখানেই বসে স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে এবিভিপির সদস্যরা এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়।

অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়ষ। পাল্টা লাঠিচার্জও করে পুলিশও। ঘটনাকে ঘিরে সমগ্র এলাকা কার্যত রণক্ষেত্রর চেহারা নেয়। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জথখম হয়েছেন বলে খবর। হামলার অভিযোগে বেশ কয়েক জন এবিভিপি কর্মীকে আটক করেছে পুলিশ।


আরজি কর কাণ্ডের প্রতিবাদ এূবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বৃহস্পতিবার স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। তার আগেই এদিন স্বাস্থ্যভবন অভিযানে নামে এবিভিপি। ঘটনায় পুলিশের বিরুদ্ধেই বড় অভিযোগ এনেছেন এবিভিপির রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্য। তাঁর অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ পরিকল্পিতভাবে হামলা চালাল।

Previous articleActor Samrat Mukherjee Arrested : মদ্যপ অবস্থায় বেপরোয়া ড্রাইভিং?  সম্রাট মুখোপাধ্যায়ের গাড়ির ধাক্কায় সঙ্কটজনক বাইকআরোহী, গ্রেফতার অভিনেতা: দেখুন ভিডিও
Next articleKolkata Doctor Rape-Murder Case আরজি করে পাহারায় হাজির সিআইএসএফ আধিকারিকেরা , স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের ডেপুটেশন : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here