ATM বনগাঁ পোস্ট অফিসের এটিএম থেকে পাওয়া টাকা ফেরত দিলেন গ্রাহক: দেখুন ভিডিও

0
570
অর্পিতা বনিক, দেশের সময়

বনগাঁ : এটিএমে কার্ড ঢুকিয়ে টাকার অঙ্ক লিখলেও টাকা আসেনি, অথচ নিজের অ্যাকাউন্ট থেকে বাদ পড়ে গিয়েছে। এমন ঘটনা আকছার ঘটছে। উল্টোটাও কি ঘটে? বনগাঁর বড় পোস্ট অফিসের এটিএম বুথে ঢুকে এমন ঘটনাই দেখলেন বনগাঁ এসডিও অফিসের কর্মরত এক যুবক। দেখুন ভিডিও

 

এটিএমে টাকা তুলতে গিয়ে মেশিন থেকে অন্য গ্রাহকের ৪৫০০ টাকা পেয়ে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে গিয়ে টাকা ফেরালেন গ্রাহক। গত মঙ্গলবার বিকাল ৫ টা নাগাদ উত্তর ২৪ পরগনার বনগাঁর বড় পোস্ট অফিস এলাকায় পোষ্ট অফিসের এটিএম থেকে টাকা তুলতে যান সুভাস পল্লীর বাসিন্দা প্রশান্ত বসাক । তিনি বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের কর্মী । মেশিনে এটিএম কার্ড ঢোকানোর সময় তিনি দেখেন মেশিনের মুখে ৯টি ৫০০ টাকার নোট। মোট 8৫০০ টাকা ৷ এটিএমের বাইরে বেরিয়ে দেখেন কোন গ্রাহক নেই। দেখা মেলেনি কোন নিরাপত্তারক্ষীরও।

টাকা নিয়ে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন এবং পোস্ট অফিসের কর্মীদেরকে টাকার বিষয়ে জানিয়ে নিজের পরিচয় ও মোবাইল নম্বর দিয়ে আসেন যাতে প্রকৃত গ্রাহকের টাকা তার হাতে তিনি পোঁছে দিতে পারেন। পাশাপাশি সমস্ত ঘটনা জানান তার অফিস কর্মীদেরকে। তাঁর অফিস কর্মীদের পরামর্শে বনগাঁ থানাতেও টাকার বিষয়টি জানান বলে জানান প্রশান্ত বাবু I

বনগাঁ পোস্ট অফিসের কর্মীরা প্রশান্ত বাবুকে এটিএম এর গ্রাহক দেব গড়ের বাসিন্দা প্রাক্তন এল আইসি কর্মী সুশান্ত বিশ্বাসের কথা জানান এবং ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতায় আসল গ্রাহকের পরিচয় নিশ্চিত করলে টাকা ফেরত দিতে চান প্রশান্ত বসাক।

সেই মত সোমবার দুপুরে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে সিএ অয়ন দাসের সামনে গ্রাহক সুশান্ত বিশ্বাসের হাতে টাকা তুলেদেন প্রশান্ত বসাক ।
টাকা ফিরে পেয়ে খুশি সুশান্ত বাবু বলেন এখনও প্রশান্ত বসাকের মত ভাল ও সৎ মনের বহু মানুষ আছেন বলেই দেশটার নাম ভারতবর্ষ I

Previous articleRG Kar doctor death পদত্যাগের ৬ ঘণ্টার মধ্যেই ন্যাশনাল মেডিক্যাল কলেজে বহাল সন্দীপ ঘোষ! আরজি করের দায়িত্বে সুহৃতা পাল
Next articleRG Kar Doctor Death অত্যাচারে ক্ষতবিক্ষত যোনি, চশমা ভেঙে চোখে! আরজি করে ময়নাতদন্ত রিপোর্ট ভয়াবহ!রাজ্যজুড়ে বাড়ছে আন্দোলনের আঁচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here