দেশের সময় : মণিপুর পুলিশের কনভয় চারদিকে থেকে ঘিরে ফেলেছিল জঙ্গিরা। ঝাঁকে ঝাঁকে ছুটে আসছিল গুলি। কোণঠাসা হয়ে পড়েছিল পুলিশের কমান্ডোরা। সেইসময় আচমকাই ফিল্মি কায়দায় সেখানে হাজির হয় অসম রাইফেলস। পাল্টা হামলায় জঙ্গিদের ঘিরে ফেলে তারা। দুঃসাহসিক সেই অভিযান সিনেমাকেও হার মানাবে। সম্প্রতি এই অভিযানের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ৩১ অক্টোবর। মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ভারত-মায়ানমার সীমান্তবর্তী শহর মোরেহের দিকে যাচ্ছিল পুলিশের একটি কনভয়। টেংনোপাল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের সাইবোলের কাছে হঠাৎ পুলিশের কনভয়ের উপর অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। পুলিশের গাড়ি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসতে থাকে গুলি। কোণঠাসা হয়ে পড়েন কমান্ডোরা। খবর পেয়েই আক্রান্তদের উদ্ধার করতে আসরে নামে সেনা। এগিয়ে আসে অসম রাইফেলস। আশ্বাস দেয়, ‘ভয় নেই, আমরা আসছি।’তারপরেই শুরু হয় দুঃসাহসিক অভিযান।
পুলিশের দলটিকে অতর্কিত হামলার হালার হাত থেকে রক্ষা করলেও, বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর জখম হন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।
Assam Rifles troops rescued Manipur Police commandos ambushed by Militants on a highway near India-myanmar border town Moreh.
— Defence Core (@Defencecore) November 6, 2023
Army troops arrived in an Casspir armored vehicle and engaged the Militants in heavy gunfire, providing cover for the Police commandos to escape. pic.twitter.com/UxrMW2KBKh
কয়েকদিন আগে নতুন করে মণিপুরের হিংসায় এক পুলিশ অফিসারের মৃ্ত্যু হয়েছিল। এরপর নিরাপত্তা জোরদার করার জন্য মনিপুর সরকার উচ্চপর্যায়ের বৈঠক করেছিল। সাইবোলের কাছে হেলিপ্যাডের নিরাপত্তা বাড়ানোর জন্যই পাঠানো হচ্ছিল মণিপুর পুলিশের একটি বিশেষ দলকে। সেই সময় পাহাড়ের উপর থেকে গুলি চালানো শুরু করে দুষ্কৃতীরা। সেই অগ্নিবৃষ্টির মধ্যেই সাজোয়াঁ গাড়ি নিয়ে কমান্ডোদের উদ্ধার করে সেনা।
পুলিশ কমান্ডোদের উদ্ধারের বেশ কয়েকটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। একটি ভিডিয়োতে দেখা গেছে, পুলিশের গাড়িতে একটি পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছে। আর উপর থেকে পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে গুলি। দেখা যাচ্ছে অসম রাইফেলসের গাড়িটি একটি রাস্তা বাঁক নিয়ে পুলিশের কনভয়ের দিকে এগিয়ে যেতে। কয়েকদিন আগেই মণিপুরে শান্তি ফিরছে বলে জানিয়েছিল বিরেন সিংয়ের সরকার। কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। সেপ্টেম্বর মাসেই নিজের বাড়ি থেকে অপহরণ করা হয় থাংথাং কম নামে এক সেনাকর্মীকে। মাথায় গুলি করে খুন করা তাঁকে। গত ছয় মাস ধরে আদিবাসী সম্প্রদায়ের গোষ্ঠী সংঘর্ষে হিংসার আগুন জ্বলছে মণিপুরে। প্রায় প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে।