Ashoknagar :ইউপিএসসিতে সফল অশোকনগরের দিয়া, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেলেও অখুশি কেন?

0
626

দেশের সময় , আশোকনগর : মঙ্গলবার প্রকাশ পেয়েছে ২০২২ এর ইউপিএসসি পরীক্ষার ফল। এবছর দেশে মোট ৯৩৩ জন পরীক্ষার্থী সফল হয়েছেন এই পরীক্ষায়। তার মধ্যে স্থান করে নিয়েছেন রাজ্যের অনেকেই।
সেই তালিকায় অন্যতম অশোকনগরের দিয়া দত্ত।

দিয়ার বাবা পেশায় সরকারি কর্মী এবং মা আইনজীবী। সারা দেশের পরীক্ষার্থীদের মধ্যে ইউপিএসসি তালিকায় স্থান করে নেওয়ায় খুশি দিয়ার পরিবার।

ইউপিএসসিতে ক্রমতালিকায় দিয়ার নম্বর ৭৮২। কিন্তু সেই নম্বরে খুশি নন দিয়া। তাঁর কথায় আরও ভালো রাঙ্ক করতে পারতেন তিনি। বরাবর স্কুলে প্রথম স্থান লাভ করা দিয়া সেই কারণেই এই সাফল্য পেয়েও ততটা সন্তুষ্ট ছিলেন নন।

Previous articleWB HS 2023 Toppers : উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সুষমা সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে চান, পঞ্চম ঋষিতা হতে চান ফরেন সার্ভিস অফিসার, ইংরেজি নিয়ে পড়তে চান তৃতীয় শ্রেয়া
Next articleAbhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here