
দেশের সময় ওয়েবডেস্কঃ মামার বিয়েতে এসে প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত্যু হল সাড়ে তিন বছরের শিশুর। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের টালিখোলা এলাকায়।

স্থানীয়ও পুলিশ সূত্রে জানা গেছে, মামার বিয়ে উপলক্ষে মা-বাবার সঙ্গে মামাবাড়ি ঘুরতে এসেছিল সাড়ে তিন বছরের ছোট্ট মুস্তাফা হক। শুক্রবার রাতে সে সময়ই রাজবেরিয়ার দিক থেকে দুরন্ত গতিতে আসা একটি প্রাইভেট গাড়ির সাথে ধাক্কা লাগে তার।

দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় উপস্থিত হয় অশোকনগর থানার বিশাল পুলিশ। রক্তাক্ত অবস্থায় ছোট্ট মুস্তাফা হককে অশোকনগর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘাতক গাড়িটিকে আটক করা গেলেও তার চালক পলাতক।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, তাঁদের বাড়ি অশোকনগর থানার দিঘরা মালিকবেরিয়া পঞ্চায়েত এলাকায়। আজ মুস্তাফার দেহ ময়নাতদন্তে পাঠানো হবে বারাসত হাসপাতালে।







