অর্পিতা বনিক: বনগাঁ চারুকলা পর্ষদের দেওয়াল বরাবরই খুব স্পষ্ট করে কথা বলে। রাজনীতির কথা, সমাজের কথা, শিল্পের কথা।এবছরও তাঁদের রং তুলির দেওয়াল জুড়ে তৈরি করা বহুবিধ শিল্প কর্ম এক সুতোয় বেঁধেছে একাধিক স্তরকে।
উত্তর ২৪পরগনার বনগাঁ পাবলিক লাইব্রেরী ও টাউনহল প্রাঙ্গণে ২৪ তম বনগাঁ চারুকলা মেলা শুরু হয়েছে ২৭ ডিসেম্বর চলবে ৩০ তারিখ পর্যন্ত৷
২৩ বছর আগে শুধুমাত্র চারুশিল্পীদের নিয়ে বনগাঁয় গঠিত হয় বনগাঁ চারুকলা পর্ষদ। ছবি আঁকা সহ চারুশিল্পীদের প্রতিভার বিকাশ, প্রসার ঘটানোর উদ্দেশ্যেই তাঁরা সংগঠিত হয়ে এই মেলার আয়োজন করছেন। মেলায় চিত্র, ভাষ্কর্য এবং হস্তশিল্প স্থান পেয়েছে। মেলা দেখতে ভিড় জমাচ্ছেন ছবি প্রেমীরা৷ অভিভাবকদের হাত ধরে মেলা ঘুরে ছবির মজা নিচ্ছেন কচিকাচার দল৷
ঐতিহ্য ও পরম্পরা কে পাথেয় করে প্রতি বছরের মতো এই বছরেও “চারুকলা” উৎসবের সূচনা হলো বনগাঁ-য়। যা এবছর পদার্পণ করলো ২৪ তম বর্ষে। চিত্র, ভাস্কর্য ও হস্তশিল্প প্রদর্শনীর মেলবন্ধনে যা অনন্য মাত্রা যোগ করেছে মানুষের মনে। “ভালবাসি ছবি, একসাথে পথ হাটি” এই ভাবনাকে সাথী করেই গত ২৭শে ডিসেম্বর বিশিষ্ঠ ব্যাক্তিবর্গের উপস্থিতিতে শুভ সূচনা হয় অনুষ্ঠানের। দেখুনভিডিও
৪ দিন সন্ধা থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসব মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গন। নবীন শিল্পীদের কর্মশালা অনুষ্ঠানকে নতুন মাত্রায় যুক্ত করেছে বলেই মত আয়োজকদের। অন্যদিকে অভিজ্ঞ শিল্পীদের কর্মশালা ও চিত্র প্রদর্শন উপভোগ করতে যেন মুখীয়ে ছিলেন বনগাঁবাসী। প্রতিদিনই শিল্প বিষয়ক আলোচনার আয়োজন করা হয়েছে উৎসব প্রাঙ্গনে।
চারুকলা উৎসব ২০২২ প্রদর্শনী বিভাগে সবশেষে ৩০শে ডিসেম্বর সন্ধায় পুরস্কার বিতরণী। রাত্রী আট’টায় প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে অনুষ্ঠানের।