Art Exhibition: চিত্রকূট আর্ট গ্যালারিতে চলছে প্রয়াত শিল্পী নিখিল বিশ্বাসের বিশেষ প্রদর্শনী

0
185
সঙ্গীতা চৌধূরী , কলকাতা

প্রথিতযশা চিত্রকর নিখিল বিশ্বাসের আঁকা তিরিশটি ছবি নিয়ে একটি বিশেষ প্রদর্শনী চলছে চিত্রকূট আর্ট গ্যালারিতে। এই প্রদর্শনীর উদ্যোক্তা চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার প্রভাস কেজারিওয়াল এবং চারুলতার কর্ণধার আশাতীত হালদার।

১৬ জানুয়ারি থেকে প্রদর্শনীটি শুরু হয়েছে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। নিখিল বিশ্বাস কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট (১৯৫০-৫৫) – থেকে অধ্যয়ন করেন এবং একই কলেজ থেকে ভাস্কর্যেও ডিপ্লোমা অর্জন করেছিলেন।

তোতলামির কারণে শৈশবে তাকে উপহাস করা হতো, কিন্তু পরবর্তীকালে দেশ- বিদেশে তাঁর আঁকা চিত্র দারুণ সমাদৃত হয়। প্রাক্- স্বাধীনতা, স্বাধীনতা- পরবর্তী পরিস্থিতি এবং বিশ্বযুদ্ধ তাকে ভীষণভাবে আলোড়িত করেছিল তাই তাঁর শিল্পের মধ্যে সে সবের প্রভাব লক্ষ্য করা যায়।

১৯৬৬ সালে মাত্র ৩৬ বছর বয়সে এই অপ্রতিরোধ্য প্রতিভার অকাল মৃত্যু তাঁর প্রিয়জন এবং শিল্প জগতকে হতবাক করেছিল। শিল্পীর সংক্ষিপ্ত জীবনকালের মধ্যে তিনি প্রায় ১০০০০টি চিত্রকর্ম তৈরি করেছেন, যা আজও শিল্প বিশেষজ্ঞদের আকর্ষণ করে। তিনি ক্যালকাটা পেইন্টার্স গ্রুপ এবং কলকাতার সমসাময়িক শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ১৯৫৪ সালে কলকাতায় নিখিল বিশ্বাসের একক প্রদর্শনী আয়োজিত হয়েছিল। তারপরে কলকাতা, মুম্বাই এবং দিল্লিতে তাঁর অসংখ্য একক ও যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিদেশেও বহু স্থানে প্রদর্শনী হয়েছিল।

১৯৫৬ সালে ললিত কলা অ্যাকাডেমি, দিল্লির আধুনিক শিল্পের সেরা প্রদর্শনের জন্য তাঁকে স্বর্ণপদক দিয়ে সন্মানিত করে। তাঁর কাজগুলি সযত্নে দেশে- বিদেশে বিভিন্ন স্থানে সংরক্ষিত আছে। বর্তমানে কিংবদন্তি শিল্পীর সেই অমূল্য কাজ প্রত্যক্ষ করতে হলে দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে একবার চিত্রকূট গ্যালারি ঘুরে আসতে হবে।

Previous articleNitish Kumar: নবম বারের জন্য পটনার মসনদে নীতীশ
Next articleUttarbanga News: উত্তরবঙ্গে রাহুল , জয়রামের মমতা ‘,স্তুতি ‘তে বিচলিত কৌস্তভ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here