Art exhibition: একুশ জন শিল্পীর যৌথ চিত্র ও ভাস্কর্য প্রর্দশনী অ্যাকাডেমিতে

0
625

দেশের সময় কলকাতা : ওঁরা সবাই গভর্মেন্ট আর্ট কলেজের ১৯৯৫ সালের ব্যাচ৷কেউ ভাস্কর্য শিল্পী, কারও কাজের ক্ষেত্র সিরামিক ৷ কেউ ছবি আঁকেন, কেউ টেক্সটাইলের উপর ফুটিয়ে তোলেন নিজের ভাবনা৷ সর্বভারতীয় স্তরে কাজ করলেও পুরোনো বন্ধুদের সঙ্গে মিলিত হওয়া এবং নিজেদের কাজের ক্ষেত্রে শিল্প ভাবনাকে আরও বিকশিত করার লক্ষ্যে ওঁরা আয়োজন করেছেন যৌথ প্রদর্শনীর ৷

তৃতীয় বর্ষের এই প্রদর্শনী চলছে কলকাতার অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সেন্ট্রাল ও সাউথ গ্যালারিতে ৷ প্রর্দশনী চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৷ মোট ২১ জন শিল্পীর সৃষ্টি প্রর্দশিত হচ্ছে এখানে৷ প্রর্দশনী দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন শিল্প অনুরাগীরা৷ ভাস্কর্য শিল্পী হিসেবে যেমন রয়েছে সৌমেন করের তৈরি ব্রোঞ্জের ‘লাভ ফর এভার ‘ , অমল পালেরও ব্রোঞ্জের ‘কাপল’ , চন্দন দাঁ-এর ‘বাউন্ডলেস ডিপ’।

প্রতিটি সৃষ্টিই অনবদ্য৷ চিত্র শিল্পী অনিন্দ্য সোম , অপর্না বিশ্বাস , পারমিতা চ্যাটার্জি, উমা চ্যাটার্জি ও সুপর্না দত্তগুপ্তের ক্যানভাস আকৃষ্ট করছে দর্শকদের৷ পুরঞ্জন মজুমদার, হিমাদ্রী বসু , কৌস্তুভ চট্টোপাধ্যায়, গৌতম ব্যানার্জি, ধীমান দাস, কৃষ্ণেন্দু সিনহা , অরূপ কুমার ভৌমিক, অজেয়া বেজ , জীতেন্দ্র পাল, মৃন্ময় দাস, কিশোর মজুমদার, নিরুপম ঘোষের তুলির আঁচড়ে বিভিন্ন ক্ষেত্রে শিল্প যেন নতুন রূপে ধরা পড়েছে ৷ ভাবনার আকাশে ডানা মেলেছে| প্রর্দশনীর উদ্বোধন করেন সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছত্রপতি দত্ত ও বিশিষ্ট শিল্পী সমীর আইচ ৷ উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক স্বাতী ভট্টাচার্য, মনোজ সরকার প্রমুখ ৷ প্রতিদিন বেলা এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনী চলছে ৷ এমন উদ্যোগকে ভূয়সি প্রশংসা করেছে চারুকলা শিল্পী মহল।

যে শিল্পীদের শিল্পকলা প্রদর্শিত হচ্ছে তাঁরা হলেন সৌমেন কর, কৃষ্ণেন্দু সিনহা, ধীমান দাস, পুরঞ্জন মজুমদার, অনিন্দ সোম, অপর্ণা বিশ্বাস, জিতেন্দ্র পাল, ঋতম রায়, পারমিতা চ্যাটার্জি, চন্দন দা, সুপর্ণা দত্তগুপ্ত, কৌস্তভ চট্টোপাধ্যায়, অরূপকুমার ভৌমিক, হিমাদ্রি বসু, নিরুপম ঘোষ, মৃন্ময় দাস, কিশোর মজুমদার, আজেয়া বেজ, অমল পাল, গৌতম ব্যানার্জি ও উমা চ্যাটার্জি ৷

Previous articleWeather Update: শীতের কামব্যাক? কী বলছে হাওয়া অফিস
Next articleThalassemia cup 2023: সারা রাজ্য কিকবক্সিং থ্যালাসেমিয়া কাপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here