Army Jawan Death: লাদাখে গভীর খাদে গিয়ে পড়ল সেনার গাড়ি! ন’জনের মৃত্যু

0
417

দেশের সময় ওয়েব ডেস্কঃ ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেলে লাদাখে ।লাদাখে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি পড়ল রাস্তা ধারে গভীর খাদে। সেনাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনাই জানিয়েছে,  এই দুর্ঘটনার জেরে ৯ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। লে থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কিয়ারিতে শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

এই ঘটনা নিয়ে ভারতীয় সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে,লাদাখের নয়মা জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, সেনার গাড়িটি কারু গ্যারিসন থেকে কিয়ারি যাচ্ছিল। ওই জায়গা লে-র কাছে। সেখানেই কিয়ারিতে ঢোকার ৭ কিলোমিটার আগে পিচ্ছিল রাস্তা থেকে পিছলে খাদে গিয়ে পড়ে সেনার গাড়ি। ওই গাড়িতে ১০ জন জওয়ান ছিলেন বলে খবর মিলেছে। ৯ জনেরই মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজন ভর্তি হাসপাতালে।

এই ঘটনার খবর ছড়াতেই শোক প্রকাশ করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিয়াল। টুইটে তিনি লিখেছেন, “লাদাখে ভয়াবহ দুর্ঘটনায় ভারতের সাহসী সেনা জওয়ানদের মৃত্যুতে আমি শোকাহত। মৃতদের পরিবারের পাশে কঠিন সময়ে থাকতে হবে। আহতের আরোগ্য কামনা করি।”

Previous articleBangladeshi girl: বাংলাদেশি নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, বনগাঁ সীমান্তে দালাল-সহ ৪ যুবক গ্রেফতার
Next articleDesher Samay epaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here