Arm Wrestling :ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ ‘কিং এন্ড কুইন অফ দ্য টেবিল’

0
1530

সঙ্গীতা চৌধুরী : কলকাতা : সম্প্রতি অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে ‘কিং এন্ড কুইন অফ দ্য টেবিল’ – এই শিরোনামে ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ- ২০২৩ অনুষ্ঠিত হল। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল বাগুইআটির অশ্বিনী নগরের সন্তোষ মল্লিক স্মৃতি সঙ্ঘে। অনুষ্ঠানের পেছনে এই ব্যায়াম মন্দিরের কর্ণধার বডিবিল্ডার ও অভিনেতা অশোকরাজ – এর মূল ভাবনা ছিল সকলে যেন নিজের শক্তি প্রদর্শন করতে পারে। যাতে নারী ও শিশুরা শক্তিশালী হয়ে নিজেদের সুরক্ষা নিজেরাই দিতে পারে। 

এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল মোট ৩৩ জন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ, ৫ জন মহিলা এবং ৩ জন শিশু। প্রতিযোগীদের মধ্যে নজরকাড়া উৎসাহ ছিল। উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট খেলোয়াড় ব্যায়ামবীর বিমল কুমার চন্দ, এল্টন ম্যাকডরমট, অঞ্জন পাল এবং অভিষেক গুপ্তা।

প্রতিযোগীদের অংশগ্রহণে সাহস দেন সন্তোষ মল্লিক স্মৃতি সঙ্ঘের সাধারণ সম্পাদক আশীষ সাহা। আশীষ সাহা জানান, “আর্ম রেস্টলার ও অভিনেতা অশোকরাজের এই উদ্যোগ এক কথায় অভিনন্দনযোগ্য। তিনি যে ভাবে এই খেলাটিকে বাংলায় সার্বিক প্রচার ও প্রসারের কাজে নিয়োজিত করেছেন তা প্রশংসার দাবি রাখে।” অশোকরাজ অংশগ্রহণকারীদের উৎসাহে অভিভূত। তিনি এই কর্মকান্ডে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকলকেই ধন্যবাদ জানিয়েছেন। 

Previous articleMini Durga: নিপুণ হাতে মিনি দুর্গা গড়ে তাক লাগাচ্ছেন কুমোরটুলির অমিত পাল: সৃজিতা’কে দিলেন একান্ত সাক্ষাৎকার- দেখুন ভিডিও
Next articleFarmer’s Rally Dharmatala: ১০ দফা দাবি নিয়ে  ধর্মতলায় কৃষক সমাবেশ করল ভারতীয় কিষাণ সংঘ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here