Anshuman Gaekwad প্রয়াত প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড, হার মানলেন ক্যান্সারের কাছে

0
127

দেশের সময় ওয়েবডেস্ক: থেমে গেল লড়াই। চলে গেলেন অংশুমান গায়কোয়াড়। ক্যান্সারের কাছে হার মানলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। নিজের শহর বরোদাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু মাস খানেক আগেই দেশে ফিরিয়ে আনা হয়। বুধবার রাতে চিকিৎসকদের যাবতীয় চেষ্টা বৃথা গেল। প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচ। তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গভীর শোক প্রকাশ করেন বিসিসিআই সচিব জয় শাহ।

অংশুমান গায়কোয়াড়ের পাশে দাঁড়িয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ব্লাড ক্যান্সারে আক্রান্ত ভারতের প্রাক্তন কোচের চিকিৎসার জন্য এক কোটি টাকা দেয় বিসিসিআই। গায়কোয়াড়ের চিকিৎসা চলে লন্ডনের হাসপাতালে। তাঁর অসুস্থতার কথা প্রথমে বোর্ডকে জানান সন্দীপ পাতিল। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে তাঁকে দেখতে যান পাতিল এবং দিলীপ বেঙ্গসরকার। তারপর বোর্ডের কোষাধ্যক্ষ আশিস শেলারকে জানান পাতিল। গায়কোয়াড়ের পরিবারে সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন জয় শাহ। কঠিন সময় তাঁদের পাশে ছিল বিসিসিআই। কিন্তু শেষরক্ষা হল না।

১৯৭৪ সালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় গায়কোয়াড়ের। একই বছর লর্ডসে একদিনের ক্রিকেটে হাতেখড়ি হয় তাঁর। দেশের হয়ে ৪০টি টেস্ট এবং ১৫টি একদিনের ম্যাচ খেলেন তিনি। ভারতীয় দলের কোচও হন গায়কোয়াড়। তখন ম্যাচ গড়াপেটার অভিযোগে উত্তাল ভারতীয় ক্রিকেট। ভারতীয় দলের অধিনায়ক তখন আজহারউদ্দিন। বিতর্কিত সময় ঠান্ডা মাথায় কোচের দায়িত্ব পালন করেন। টেস্টে অনিল কুম্বলের ১০ উইকেট তুলে নেওয়ার রেকর্ডের সময় ভারতীয় দলের কোচ ছিলেন গায়কোয়াড়।

 

Previous articleEnforcement Directorateপ্রায় ২১ ঘণ্টা ধরে দেগঙ্গায় অভিযান ইডির, তৃণমূল নেতার চালকল থেকে মিলল ‘রেশন দুর্নীতির’ বড় নথি !কী কী নিয়ে গেলেন তদন্তকারীরা?
Next articleWayanad Landslides ২৭৬ দেহ উদ্ধার তিনদিনে! ধ্বংসস্তূপে খোঁজ চলছে প্রাণের ,ওয়েনাডে এখনও নিখোঁজ বহু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here