Amul Advertisement:‘কেষ্টা ব্যাটাই চোর!’ জন্মাষ্টমীতে আমূলের বিজ্ঞাপনে চমক

0
1080

দেশের সময় : কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর পুরাতন ভৃত্য কবিতায় লিখেছিলেন—ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর / যা-কিছু হারায়, গিন্নি বলেন, “কেষ্টা বেটাই চোর”।

শুক্রবার জন্মাষ্টমীর সকালে সোশ্যাল মাধ্যমে মাখনের বিজ্ঞাপনে সেখান থেকেই লাইন তুলে আনল আমূল। আমূল মাখনের ছবি দিয়ে তাতে লেখা “কেষ্টা ব্যাটাই চোর”!

শ্রীকৃষ্ণ তথা গোপালের মাখন চুরি করে খাওয়া নিয়ে বাংলা, মৈথিলী, হিন্দি সাহিত্যে কবিতা, গানের অন্ত নেই। অনুপ জলোটার গাওয়া “ম্যায় নেহি মাখন খায়ো ও মাইয়া মোরি” গানটি নব্বইয়ের দশকে বাণিজ্যিকভাবে দারুণ সফল হয়েছিল। কিন্তু আমূল বুদ্ধিমত্তার সঙ্গে যে লাইন বেছে নিয়েছে, তাতে তর্কপ্রিয় বাঙালি তারিফ না করে পারছে না।

বিজ্ঞাপন বিশেষজ্ঞরা বলছেন, এমনিতে আমাদের রোজকারের জীবনে সাদামাটা অনেক কথা থাকে যেগুলি হয়তো সবসময়ে কানে বাজে না। কিন্তু শব্দ বা শব্দবন্ধ সময়ের গুণে অনন্য হয়ে ওঠে। এ ক্ষেত্রেও তাই হয়েছে। সময় ও পরিস্থিতির গুণে আমূলের বিজ্ঞাপনটি তাই সহজেই সাধারণ মানুষের মনে ধরেছে।

Previous articleMudhol Hounds : মোদীর নিরাপত্তায় এবার কর্নাটকের মুধল হাউন্ড
Next articleLocket Chatterjee: রাইস মিলে গাড়ির শোরুম, এটা বাংলার লজ্জা, তোপ লকেটের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here