দেশের সময় ওয়েবডেস্ক : বাংলাদেশে ও পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তগুলি একেবারে বন্ধ করে দেওয়া হবে আগামী ২ বছরের মধ্যে ৷
শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদী সরকার ভারত-পাকিস্তান এবং ভারত-বাংলাদেশের মধ্যে ৫৬০ কিলোমিটার এলাকা একেবারে ঘিরে দেবে। এই কাজকে করতে সমস্ত ধরনের পরিকল্পনা করে ফেলা হয়েছে।
मोदी सरकार द्वारा अगले दो सालों में पाकिस्तान और बांग्लादेश की सीमाओं को बाड़ लगाकर सुरक्षित कर लिया जाएगा। pic.twitter.com/pO7szTm2mO
— Amit Shah (@AmitShah) December 1, 2023
ভারতের পূর্ব এবং পশ্চিম দিকের এই দুই দেশের সীমান্ত যাতে সুরক্ষিত থাকে সেজন্যেই এই ব্যবস্থা। এই দুই সীমানায় নদী, পাহাড় রয়েছে। তাই এই কাজ করতে গিয়ে বিএসএফকে অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে হয়েছে।
অমিত শাহ আরও বলেন, একটি দেশ যদি সীমান্তের দিক থেকে সুরক্ষিত না থাকে তবে তার উন্নতি হয় না। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার এই অসাধ্য কাজকেও করে দেখাবে। বিশ্ব অর্থনীতিতে ভারত এখন পঞ্চম স্থানে রয়েছে। আগামীদিনে ভারত আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন শাহ।