Ajay Devgn : ‘একশো শয়তান’কে একা সামলাবে তব্বু! অজয় দেবগনের ভোলার দ্বিতীয় টিজার আসছে ২৪ জানুয়ারি

0
561

দেশের সময়: দৃশ্যম ২-র সাফল্যের পর ময়দান কাঁপাতে আসছে ‘ভোলা’। এবার পরিচালক-প্রযোজক খোদ অভিনেতা। অজয় পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘ভোলা’য় (Bholaa) দেখা যাবে আবারও অজয় দেবগন (Ajay Devgn ) ও তব্বুকে (Tabu) ৷ এছাড়াও বিশেষ উপস্থিতি অভিষেক বচ্চন ও অমলা পালের। তব্বু-অজয়ের লুক ইতিমধ্যেই শেয়ার করেছেন অজয়। তিনি লিখেছেন, ‘এক খাকি, শও শয়তান’। ছবিটির পরবর্তী টিজার আসতে চলেছে আগামী ২৪ জানুয়ারি।

মাস দুয়েক আগে ছবিটির প্রথম টিজার সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন অজয়। ক্যাপশনে লিখেছিলেন, ‘An unstoppable force is coming’। ছবিটিতে ভোলা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগনকে। ইন্সপেক্টরের চরিত্রে দেখা যাবে তব্বুকে। আগামী ৩০ মার্চ মুক্তি পেতে চলেছে ‘ভোলা’। 3D-তে মুক্তি পাবে ভোলা বলে আগেই জানিয়েছেন পরিচালক-অভিনেতা অজয় দেবগন।

অজয় দেবগনের চতুর্থ পরিচালনায়, ভোলাকে বছরের সবচেয়ে প্রত্যাশিত অ্যাকশন-প্যাকড থিয়েটারগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়েছে। নির্মাতারা প্রধান ভূমিকায় অজয় দেবগন এবং টাবু অভিনীত এই অ্যাকশন এক্সট্রাভ্যাঞ্জার দ্বিতীয় টিজারটি লঞ্চ করার জন্য প্রস্তুত।

টাবুর পুলিশ অবতারের সর্বপ্রথম লুক সম্প্রতি প্রকাশিত হয়েছে, যার সাড়াজাগানো জনপ্রিয়তা আমাদের যথেষ্ট উৎসাহ জুগিয়েছে। পাশাপাশি অজয় দেবগনের এই নতুন পোস্টারটি আমাদের ভোলার ডিনামাইট জগতের এক ঝলক দেখায়।

২০১৯ সা্লে লোকেশ কানাগরাজ পরিচালিত তামিল ছবি কৈথির রিমেক ভার্সন ‘ভোলা’। হায়দরাবাদ, মুম্বই-বারাণসী জুড়ে চলেছে সিনেমার শ্যুটিং। অ্যাকশন থ্রিলারের গল্পে একেবারে অন্যলুকে দেখা যাবে অজয়কে। কপালে টিকা, চেহারায় তেজ। টানা একটা সময় রোম্যান্টিক হিরো এখন প্রতিটি ছবিতেই ধরা দিচ্ছে অ্যাকশন মুডে।

দৃশ্যম-এর অজয় রীতিমতো দর্শকের মন কেড়েছে। অন্যদিকে, দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায় তব্বু একেবারে আগুন। অজয়ের পোস্ট করা পোস্টারের কমেন্ট বক্স অন্তত তাই বলছে। ফায়ার ইমোজি-স্টিকারে ভরে গিয়েছে কমেন্ট। অভিনেত্রী হুমা কুরেশিও নিজেকে আটকে রাখতে পারেনি কমেন্ট করা থেকে। তিনি তব্বুকে ফায়ার ইমোজি দিয়ে আগুন বলেছেন। পোস্টারটি ইন্সস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করে তব্বু লিখেছেন, ‘হ্যাশট্যাগ ভোলা’। বিদ্যাপিঠ, গোলমাল এগেইন, হাকিকত, থাকশক, দে প্যায়ার দে থেকে দৃশ্যম সিরিজ- একসঙ্গে প্রায় নয়টি ছবিতে কাজ করেছেন তাঁরা।

অজয় দেবগন তাবুর লুক শেয়ার করা পোস্টার সোশাল মিডিয়ায় দিয়ে বলেছেন, ‘একজন পুলিশ, একশো শয়তান’ (Ek Khaaki, Sau shaitaan)। অর্থাৎ, গোটা ছবিতে অন্যায়ের বিরুদ্ধেলড়াই করতে দেখা যাবে তব্বুকে। টানটান থ্রিলারে এবারেও দর্শকের মন জয় করতে পারবে অজয়-তব্বু জুটি বলে আত্মবিশ্বাসী তাঁরা। তবে দৃশ্যম ২-এর পর এবছর কতটা বাজার ধরে রাখতে পারে এই জুটি, সেদিকেই মুখিয়ে দর্শক।

চলচ্চিত্রটি এক রাত্রে সেট করা ওয়ান- ম্যান আর্মির গল্প, যে মানুষ এবং অন্যান্য বিভিন্ন ধরনের শত্রুদের সাথে লড়াই করে।

ভোলা ৩০ মার্চ ২০২৩-এ আসছে৷ আপনার কাছাকাছি একটি প্রেক্ষাগৃহে 3D এবং IMAX তে সিনেমাটি দেখুন৷

Previous articleArt exhibition: কলকাতায় একক প্রদর্শনী , নানা রূপে, নানা নামে, রং তুলিতে সরস্বতী বন্দনায় মোহিনী
Next articleBirds: বাংলার লৌকিক ছড়ায় পাখি বৈচিত্র্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here