Afghanistan Earthquake : চোখের পলকেই গুঁড়িয়ে গেল ঘর – বাড়ি,আফগানিস্তানে শুধুই স্বজনহারার কান্না! ভূমিকম্পে মৃত এক হাজার পার

0
927

দেশের সময় ওয়েবডেস্কঃ আফগানিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শুধু আফগানিস্তান নয়, বুধবারের সকালের ভূমিকম্পে কেঁপে উঠেছিল পাকিস্তানও! তবে পাকিস্তানে হতাহতের খবর না মিললেও সময়ের সঙ্গে সঙ্গে আফগানিস্তানে বাড়ছে মৃতের সংখ্যা। এর মধ্যেই মৃতের সংখ্যা হাজার পার করেছে! আহত দেড় হাজারেরও বেশি।

বুধবার সকালে আচমকা ভূমিকম্প শুরু হয় আফগান মুকুলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, এখন পর্যন্ত মৃতের সংখ্যা হাজার পার করেছে! আহত দেড় হাজারেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে পড়ে প্রাণ গেছে বহু মানুষের ৷

মূলত দেশের পূর্বদিকে কম্পন অনুভূত হয় বুধবার ভোরবেলা। পক্তিকা প্রদেশে কম্পনের ব্যাপকতা এতটাই ছিল সে সেখানেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। লন্ডভন্ড হয়ে গেছে চারদিক। বহু ঘর বাড়ি ভেঙে পড়েছে। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের কিছু অংশেও।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকা জুড়ে শুধুই কান্নার রোল। স্বজনহারা বিলাপ। ভূমিকম্পের কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরেও শেষ হয়নি উদ্ধার কাজ।

উদ্ধারকারীরা এখনও খুঁজে দেখছেন কোনও ধ্বংসস্তূপের তলায় কেউ চাপা পরে আছেন কিনা। কে বলবে বুধবার সকালেও পক্তিকা প্রদেশে এক বিরাট জন বসতি ছিল। মুহূর্তের ভূমিকম্পে সেই জনবসতি নিশ্চিহ্ন হয়ে গেছে। পড়ে আছে শুধু। ভাঙা বাড়ি ঘর আর লাশের পাহাড়।

Previous articleDraupadi Murmu : মন্দির ঝাঁট দিলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী!
Next articleSovan Chatterjee:মমতাদির ইচ্ছা বাস্তবায়িত করাই আমার কাজ : শোভন,অভিমানের প্রাচীর ভেঙে গেল: বৈশাখী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here