দেশের সময় , কলকাতা : নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া মোড়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসার মিথিলেশ কুমার মিশ্রকে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ। উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। সেই বিষয়েও কারও নাম না করে বিচারপতি ইডিকে বলেন, ৩ অক্টোবর যে সমন পাঠানো হয়েছে, তা যেন কোনওভাবেই নড়চড় না হয়, সে ব্যাপারে পদক্ষেপ করার জন্য।
অন্যদিকে সেদিনই আবার দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি রয়েছে। শুক্রবার সকালে তাই অভিষেক টুইট করে জানিয়ে দিয়েছেন, ২ ও ৩ তারিখ তিনি দিল্লিতে মানুষের জন্য আন্দোলনে উপস্থিত থাকবেন। ক্ষমতা থাকলে কেউ তাঁকে আটকে দেখাক।
কিন্তু এদিন বিকেলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডিকে পষ্টাপষ্টি নির্দেশ দিলেন যে ৩ তারিখের নির্ধারিত তদন্ত প্রক্রিয়া যেন কোনওভাবে ব্যাহত না হয়।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে কলকাতা হাইকোর্ট সম্প্রতি যারপরনাই অসন্তোষ প্রকাশ করেছে। আদালত এতটাই অসন্তুষ্ট যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্রকে অবিলম্বে এই তদন্ত প্রক্রিয়া থেকে সরানোর নির্দেশ দিয়েছে। শুধু তা নয়, বিচারপতি অমৃতা সিনহা এও জানিয়ে দিয়েছেন, মিথিলেশ মিশ্রকে বাংলায় কোনও তদন্তে নিয়োগ করা যাবে না।
আদালতের অসন্তোষ বুঝতে পেরে এদিন ইডির আইনজীবী আদালতে বলেন, তাঁরা তদন্তে কোনও ত্রুটি রাখছেন না। অভিযুক্ত ব্যক্তিকে ৩ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে। তা ছাড়া এই তদন্তের জন্য আরও অফিসার দিল্লি থেকে আসছেন।
এরপরই বিচারপতি অমৃতা সিনহা বলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টরকে নির্দেশ দিচ্ছি, ৩ অক্টোবর যেন তদন্তের কাজ হয়। তা যাতে কোনও ভাবে ব্যাহত না হয়।
এদিনের শুনানিতে অভিষেকের প্রসঙ্গটি খুঁচিয়ে তোলেন এই মামলায় অন্যতম আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, “এই মামলায় আলোচ্য ব্যক্তি এদিন টুইট করে বলেছেন, কেউ তাঁকে আটকাতে পারবেন না। বিকাশ আরও বলেন, টুইট থেকে জানতে পারছি ওদিন দিল্লিতে একটা রাজনৈতিক কর্মসূচি রয়েছে। তা নিয়ে টুইট করে এসব লিখেছেন। ইডি ব্যাপারটা ভাল বলতে পারবে।”
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য যখন এ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতকে জানাচ্ছিলেন, তখন দেখা যায় এক আইনজীবী অভিষেকের টুইটের একটি প্রিন্ট আউট বিচারপতির দিকে এগিয়ে দিচ্ছেন। এর পরই ইডির আইনজীবী ৩ তারিখ অভিষেককে তলবের বিষয়টি আদালতকে জানান। তা শুনে তাঁর নির্দেশ জানিয়েছেন বিচারপতি সিনহা।