ABHISHEK BANERJEE : ঘরের ছেলের মতো করে কাছে টেনে নিয়েছে বনগাঁ দক্ষিণ, আমি অভিভূত, বললেন অভিষেক

0
553

অর্পিতা বনিক, বনগাঁ: প্রিয়জনকে কাছে পেলে যেভাবে আমরা আনন্দে বিহ্বল হয়ে পড়ি, সেই একই অভিব্যক্তি দেখলাম বনগাঁ দক্ষিণে জনসংযোগ কর্মসূচিতে সামিল হাজার হাজার মানুষের মধ্যে! যেন, আমি আমার সম্প্রসারিত পরিবারের মাঝে এসে পড়েছি! সেই পরিবারের বাকি সদস্যেরা স্নেহে, ভালোবাসায়, আবেগে বরণ করে নিয়েছেন আমাকে! ভাগ করে নিয়েছেন তাঁদের রোজনামচা! এভাবেই নিজের অভিব্যক্তি ব্যক্ত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

শনিবার তাঁর নবজোয়ার কর্মসূচি গাইঘাটার মাটি স্পর্শ করেছে ৷ অভিষেককে ঘিরে ছিল জনপ্লাবন ৷ যা দেখে আপ্লুত অভিষেক বললেন, এখানকার মানুষ আমায় ঘরের ছেলের মতো কাছে টেনে নিয়েছেন৷ সোশ্যাল মিডিয়ায় নিজের ওয়ালে অভিষেক লিখেছেন, এদিনের জনসংযোগে অনন্য আমেজ যোগ করেছিল মিষ্টিমুখ পর্ব! এই এলাকা মিষ্টান্ন প্রস্তুতের জন্য প্রসিদ্ধ। চাঁদপাড়া বাজারের তেমনই একটি মিষ্টান্ন প্রস্তুতকারী বিপণনীতে বেশ কিছুটা সময় কাটানোর সুযোগ হয়েছিল। উপস্থিত বাকিদের সঙ্গে আমিও নানা ধরনের মিষ্টির স্বাদ গ্রহণ করলাম। এ এক অসাধারণ অভিজ্ঞতা!

এদিকে এদিন নৈহাটিতে যাত্রার শুরুতেই দেখা গেল জেলা তৃণমূল নেতৃত্বের ঐক্যের ছবি। কী নবীন, কী প্রবীণ, অভিষেককে স্বাগত জানাতে গোটা জেলা নেতৃত্ব হাজির ছিলেন নৈহাটিতে। তাদের যথাযথ সম্মান প্রদর্শন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন অভিষেককে স্বাগত জানাতে নৈহাটিতে হাজির ছিলেন প্রবীণ সাংসদ সৌগত রায়, দলের বর্ষীয়ান নেতা তথা শোভনদেব চট্টোপাধ্যায়, আরেক প্রবীণ নেতা তাপস চট্টোপাধ্যায়, বারাকপুরের অর্জুন সিং, রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। জেলায় প্রবেশের আগে প্রবীণ শোভনদেব এবং সৌগত রায়ের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল অভিষেককে। অনেকেই বলেন, সাম্প্রতিক অতীতে তৃণমূলের অন্দরে প্রবীণ এবং নবীনদের দ্বন্দ্ব তৈরি হয়েছে। অভিষেকের সঙ্গে প্রবীণ নেতাদের বনিবনা নেই। কিন্তু শনিবার নৈহাটির ছবি ঠিক উলটো কথা বলছে।

নৈহাটির কাঁপা মোড়ে জনগণের সঙ্গে কথা বলার পর অভিষেক এদিন চলে যান গাইঘাটার দিকে। গোটা রাস্তাতেই এদিন মানুষের ভিড় এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিকেল চারটে চল্লিশ মিনিট নাগাদ হরিণঘাটা থেকে অভিষেকের কনভয় পৌঁছয় গাইঘাটার হাঁসপুরে৷ তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস ফুলের স্তবক দিয়ে তাঁকে স্বাগত জানান৷ এরপর শুরু হয় পদযাত্রা৷ অভিষেক হাসপুর থেকে স্থানীয় জলেশ্বর শিবমন্দির পর্যন্ত হেঁটে আসেন৷ তখনও রাস্তার দুপাশে কাতারে কাতারে মানুষের ভিড়৷ মহিলা ঢাকি তখন ঢাক বাজাচ্ছেন।

মহিলারা উলুধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানাচ্ছেন৷ জলেশ্বর মোড় থেকে অভিষেক গাড়িতে করে যান গাইঘাটা বাজারে। সেখানে নেমে তিনি রাস্তার পাশে জড়ো হওয়া মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করতে করতে বেশ কিছুটা পথ হাঁটেন।

Previous articleAbhishek Banerjee Shantanu Tahakur: অভিষেক ঘুরে গেলে গোবরজল দিয়ে শুদ্ধ করা হবে ঠাকুরবাড়ি: শান্তনু ঠাকুর
Next articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here