দেশের সময় ওয়েবডেস্কঃ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সঙ্গে আইনি লড়াইয়ে শেষমেশ কিছুটা স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতায় তাঁদের জিজ্ঞাসাবাদ করুক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি , নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেই শুনানিতেই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, কয়লাকাণ্ডে অভিষেককে জিজ্ঞাসাবাদ কলকাতাতেই করা হোক। একইসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ, ইডির আধিকারিকরা কলকাতায় জিজ্ঞাসাবাদ করলে সে ক্ষেত্রে প্রশাসন যেন সবরকম সহযোগিতা করে। এই জিজ্ঞাসাবাদে কোনও রকম বাধাপ্রদান মেনে নেওয়া হবে না।
বেআইনি কয়লা পাচার কাণ্ডের তদন্তের সূত্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও তাঁর স্ত্রীকে বার বার দিল্লিতে জেরার জন্য তলব করছিল ইডি। কেন্দ্রীয় এজেন্সির সেই নোটিসকে চ্যালেঞ্জ করে প্রথমে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক ও রুজিরা। কিন্তু উচ্চ আদালত তাঁদের আবেদন খারিজ করে দেয়। এর পর সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেন তাঁরা। এই মামলায় অভিষেকের আইনজীবী ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী কপিল সিব্বল।
সুপ্রিম কোর্টে শুনানির সময়ে ইডি জানিয়েছিল, কলকাতায় জেরা করতে তাঁদের অসুবিধা রয়েছে। কারণ, আদালতও জানে যে কলকাতায় প্রভাবশালীদের জেরা করতে গিয়ে কেন্দ্রীয় এজেন্সির অফিসারদের এর আগে কীভাবে হেনস্তা হতে হয়েছিল। তা শুনে বিচারপতিরা আগের দিন প্রাথমিক ভাবে জানিয়েছিলেন যে, সুপ্রিম কোর্ট যদি তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করে তা হলে নিশ্চয়ই অসুবিধা নেই। ইডি অফিসারদের নিরাপত্তা দেবে রাজ্য বা কলকাতা পুলিশ। সুপ্রিম কোর্ট সেই মর্মে স্পষ্ট নির্দেশ দিতে পারে।
তবে আগের দিন কোনও রায় দেয়নি সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার বিচারপতিরা চূড়ান্ত রায় ঘোষণা করেছেন। বিচারপতি ইউইউ ললিত এদিন ইডির উদ্দেশে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে হলে আপনাদের অন্তত ২৪ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। একই ভাবে অভিষেকের আইনজীবীদের উদ্দেশে বলেন, জেরার সময়ে কোনও রকম গণ্ডগোল বা উৎপাত দেখলে আমরা এই নির্দেশ প্রত্যাহার করে নেব।
উল্লেখ্য, এর আগে কলকাতাতে এসেও অভিষেক এবং রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অভিষেকজায়াকে দিল্লিতে তলব করার পর তিনি জানিয়েছিলেন, তাঁর দুই শিশু সন্তানকে ফেলে দিল্লি গিয়ে ইডির সামনে হাজিরা দেওয়া সম্ভব নয়। যদিও সেই আবেদনে শেষ পর্যন্ত সাড়া দেয়নি ইডি। গত মার্চে ফের সস্ত্রীক অভিষেককে দিল্লিতে ডেকে পাঠানো হয় জেরা করার জন্য। অভিষেক তখন দিল্লিতে গেলেও রুজিরা যাননি। দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে এ ব্যাপারে মামলাও করেছিলেন অভিষেক।