দেশের সময় ওয়েবডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি। আগামী ১৩ জুন তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। তা নিয়ে বৃহস্পতিবার সন্ধেয় নদিয়ার কালিয়াগঞ্জে নবজোয়ারের ক্যাম্পে সাংবাদিক সম্মেলন করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির নোটিস নিয়ে সরাসরি বলেন, ‘আমি কারও ক্রীতদাস নই। ডাকলেই যেতে হবে নাকি? পঞ্চায়েতের পর যা হবে দেখা যাবে।’ তাঁর কথায়, ‘১৬ জুন পর্যন্ত নবজোয়ার চলবে। তার পরে আমায় পঞ্চায়েতের প্রচারে অংশ নিতে হবে। এখন আমার হাতে অপচয় করার মতো সময় নেই। ৯ ঘণ্টা ১০ ঘণ্টা বসিয়ে রাখবে, সেই সময় আমি এখন দিতে পারব না।’ তিনি আরও বলেন, ‘পঞ্চায়েত ভোট ৮ জুলাই। তার পরে ৯-১০-১১ যেদিন ডাকবে, আমি যাব।’
অভিষেক এদিন আরও বলেন, ‘আমার বাড়ির ঠিকানায় কোনও নোটিস পাঠায়নি। নোটিস পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায়।’ এর আগে গত ২০ মে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ডেকে ৯ ঘণ্টা ৪০ মিনিট জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। যদিও তা হয়েছিল কুন্তল ঘোষের চিঠির সূত্রে আদালতের নির্দেশে। এবার স্বতঃপ্রণোদিতভাবে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছে ইডি।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে সর্বশেষ গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তিনি আবার অভিষেকের অফিসের কর্মচারী ছিলেন। একাধিক সংস্থার ডিরেক্টর পদেও কাকু ছিলেন বলে ইডি সূত্রে জানা গিয়েছে। কালীঘাটের কাকু এখন ১৪ দিনের ইডি হেফাজতে রয়েছেন। আগামী ১৪ জুন তাঁর সেই মেয়াদ শেষ হবে। ঠিক তার আগের দিন অভিষেককে ডেকে পাঠিয়েছে ইডি।
তারপর অভিষেক যা বলেছেন তাতে স্পষ্ট, তিনি ওইদিন নবজোয়ার থামিয়ে হাজিরা দিতে যাবেন না। এদিন তিনি স্ত্রী রুজিরাকেও এভাবে বারবার ডেকে পাঠানোকে হেনস্থা বলে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়লা মামলার তদন্ত সূত্রে ইডি ডেকে পাঠিয়েছিল। পৌনে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ঠিক তার কিছুক্ষণ পরেই জানা যায়, অভিষেককে নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখন দেখার অভিষেক না গেলে কী পদক্ষেপ করে ইডি।