চন্দ্রযান অবতরণের মুখে বাধা? ইসরো জানাল ল্যান্ডার থেকে মিলছে না সঙ্কেত। উদ্বিগ্ন ইসরোর মহাকাশবিজ্ঞানীরা।
এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে চন্দ্রযান সেটা জানা যাচ্ছে না। ইসরো জানিয়েছে, কিছু সময় পরে চন্দ্রযানের সঠিক অবস্থান জানানো হবে।
অবতরণের কয়েক মিনিট আগে কী কারণে বাধা এল, এখনও সামনে আনেনি ইসরো। জানা গেছে, ল্যান্ডার থেকে সঙ্কেত পাওয়ার চেষ্টা চলছে।
শেষ প্রহরের সেই অপেক্ষা..
রাত দেড়টা থেকে শুরু হয়েছিল ল্যান্ডারের অবতরণের প্রক্রিয়া।
ধীরে ধীরে গতি কমিয়ে গুটি গুটি পায়ে চাঁদের দিকে এগিয়ে যায় বিক্রম।
ইসরোর মিশন কন্ট্রোল রুমে তখন মাথায় হাত দিয়ে শেষ মুহূর্তের প্রতীক্ষা করছেন মহাকাশবিজ্ঞানীরা।
অন্তিম ১৫ মিনিটের সেই প্রতীক্ষা ছিল উত্তেজনাপূর্ণ।
চিন্তিত দেখাল ইসরোর চেয়ারম্যান কে শিবনকেও।
উত্তেজনায় উঠে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
• বেঙ্গালুরুর ইসরোর কন্ট্রোল রুমে প্রস্তুতি চলছে জোরকদমে। চাঁদের প্রতি মুহূর্তের খবর পেতে বেঙ্গালুরু ইসরোর টেলিমিটারি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক (ISRAC)-এর সঙ্গে অরবিটারের যোগাযোগ করছে পেল্লায় ডিস অ্যান্টেনা।
Watch Live : Landing of Chandrayaan2 on Lunar Surface https://t.co/zooxv9IBe2
— ISRO (@isro) September 6, 2019