নীলাদ্রি ভৌমিক: দেশের সময়ঃ মঙ্গলবার তিমির বিনাশী আলোর খোঁজে দুপুরথেকেই মধ্যমগ্রাম, বারাসত,অশোকনগর,হাবড়া, মছলন্দপুর, গাইঘাটার চাঁদপাড়া,বনগাঁ ও বাগদার হ্যালেঞ্চায় মানুষের ঢল মণ্ডপে মণ্ডপে। মধ্যমগ্রামের শ্রীনগর, বসুনগর মায় যশোর রোডে কেবল কালো মাথার ভিড়। বারাসতের কেএনসি রেজিমেন্ট, পাইওনিয়র অ্যাথলেটিক ক্লাব,নবপল্লী এবং টাকিরোডের পুজো দেখতে লম্বা লাইন। অশোকনগর আশ্রাফাবাদ কলোনির মেঠো ফুল সংঘের পুজোর থিম- শিশুদের মনোরঞ্জন এর জন্য ছোটা থিম। এই পুজো কমিটি মঙ্গলবার রাত ১০টায় অসমে পাঁচ বাঙালি যুবককে হত্যার প্রতিবাদে প্রতীকী দু’মিনিট আলো নেভানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পুজোর উদ্বোধন করলেন বিধায়ক ধীমান রায়,পুর প্রধান প্রবোধ সরকার সহ স্থানীয় কাউন্সিলর বিদ্যুৎ কাঞ্জিলাল প্রমুখ। ক্লাব সম্পাদক সঞ্জীব সোম বলেন, আমাদের পুজোর ভাবনা জুনিয়র সদস্যদের। ওরাই থিমের রূপকার। শিশুমনের বিকাশে এই আয়োজন। তাই, আজ উদ্ধোধনে আকর্ষণ বিশিষ্ট জাদুকর অশোক সরকারের ম্যাজিক .শো। এছাড়াও, প্রতিদিন শিশুদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং গান, নৃত্য থাকছে। অশোকনগরের অন্যতম সেরা পুজো কচুয়া মোড় সঙ্ঘশ্রী ক্লাবের। এখানে এবার থিম- ভিক্টোরিয়া মেমোরিয়াল। ৮নং স্কীম অগ্রদূতের থিম শিবলিঙ্গ। হাবড়ায় সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মিশেল। চাঁদপাড়ার কালীপুজোও দর্শনার্থীদের ভিড় পুজোর বিকেল থেকেই যানজট রুখতে তৎপর পুলিশ প্রশাসন। বনগাঁ সহ গাইঘাটা এবং বাগদা ও হ্যালেঞ্চার পুজো মণ্ডপেও আবাল-বৃদ্ধ- বনিতাদের ঢল। দর্শনার্থীদের সুবিধার্থে বনগাঁ মহকুমার সর্বত্র এস ডি পি ও অনিল কুমার রায়ের নেতৃত্বে গোটা পুলিশ এবং সিভিক পুলিশের নজরদারি চলছে চোখে পড়ার মতো৷