নীলাদ্রি ভৌমিক, দেশের সময় :ভোট বড় বালাই। ২০১৯ লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। যারা ধর্মীয় মেরুকরণের রাজনীতির পাশাপাশি অন্যান্য দলের কর্মী-সমর্থক তথা নেতাদের নিজেদের দলে টানতে প্রক্রিয়া শুরু করে দিয়েছে। যা সরকারে থাকার সুবাদে অজানা নয়, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মকান্ডের শীর্ষ নেতৃত্বের। তাই, অন্ত্যজ শ্রেণির মতুয়া ভোট ব্যাঙ্ককে অটুট রাখতে এবার মতুয়া সম্প্রদায়ের সর্বময় প্রাণপ্রতিমা বড়মা তথা বীণাপাণি ঠাকুরের জন্ম শতবর্ষকে ঘিরে এক বর্ণাঢ্য সভার মধ্য দিয়ে মতুয়াদের মন জয় করার নতুন কৌশল নিয়েছে। ফলশ্রুতি, আগামী ১৫ নভেম্বর দুপুরে গাইঘাটার ঠাকুরনগরে বড়মাকে সম্মান জানানোর পাশাপাশি বেশ কিছু সরকারি প্রকল্পের সূচনা করতে , উত্তর ২৪ পরগনায় জনসভায় মুখ্য বক্তা হিসাবে আসছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জন্ম শতবর্ষ উদ্ যাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক মমতা বন্দ্যোপাঠায়। এই সভাকে সফল করতে তৃণমৃল কংগ্রেসের উদ্যোগে জেলার সর্বত্র প্রচার শুরু হয়েছে।
ইতি মধ্যে খোদ গাইঘটার বাজারে তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মাল্লিকের উপস্থিতিতে, অনুষ্ঠিত সভায় দলের সাংসদ,বিধায়ক,ব্লক ও পঞ্চায়েত এবং পুর প্রতিনিধি দের নিয়ে প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয়েছে। আজ, রবিবার হাবড়া ব্লকের কুমড়ো অঞ্চলে মতুয়া সম্প্রদায়ের দলপতিদের নিয়ে সভা করেলন, স্থানীয় বিধায়ক তথা খাদ্যমন্ত্রী এবং দলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আগামী ১৫ নভেম্বর, বেলা দু’টোর সময় মুখ্যমন্ত্রী ঠাকুরনগরে বড়মাকে শ্রদ্ধা জানাতে আসছেন। সেইসঙ্গে তিনি সরকারের প্রধান হিসাবে বেশ কয়েকটি কর্মসূচিও করবেন। এই সভাকে ঐতিহাসিক রূপ দিতে আমরাও সবরকম ভাবে প্রস্ততি শুরু করে দিয়েছি। ঠাকুরনগর, গাইঘাটা, বারাসত, হাবড়া সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে বড় বড় তোরণ করা হবে। আগামী ১২ থেকে১৪ নভেম্বর গোটা জেলা জুড়ে অসমের এন আর সি.র বিরুদ্ধে দলের মহিলা,যুব এবং মাদার সংগঠন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পথসভা ও মিছিল করা হবে। তৃণমৃল সূত্রে খবর, বড়মা বীণাপাণি দেবী শারীরিকভাবে সুস্থ থাকলে এই সভা মঞ্চে উপস্থিত থাকবেন।