Weather Today: আজ সন্ধ্যের পর কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা , প্রবল দুর্যোগের চরম সতর্কতা

0
11
হীয়া রায় , দেশের সময়

ফাল্গুনে ফের দুর্যোগ শঙ্কা রাজ্যজুড়ে! বসন্তের সময়ে ফের অসময়ের বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, সন্ধ্যার পর কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হতে পারে। রবিবারও আকাশ আংশিক মেঘলা থেকে পুরোপুরি মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।  

আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গে।সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা।  বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে রাজ্যজুড়ে শনিবার ও রবিবার ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসের আশঙ্কা করা হচ্ছে।  

জোড়া ঘূর্ণাবর্তের জেরে এই আবহাওয়া বদল। হরিয়ানা এবং নাগাল্যান্ডে ঘূর্ণাবর্ত রয়েছে পুবালী অক্ষরেখা রয়েল সীমা থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে পাস করবে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ২৪ শে ফেব্রুয়ারি। এছাড়াও ওয়েস্টার্লি জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।

এর জেরে দক্ষিণবঙ্গে শনিবার থেকেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দুর্যোগপূর্ণ আবহাওয়া। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলাতে। দক্ষিণবঙ্গে কলকাতা সহ বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা।

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, রবিবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতে। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা।

রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকবে, পরে আকাশ পরিষ্কার হতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় সোমবার পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিম ও সংলগ্ন দার্জিলিঙ এলাকাতেও তুষারপাত হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ ও বজ্রপাতের আশঙ্কা বেশি।  

কলকাতায় শনিবার সন্ধ্যে বা রাতের দিকে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা একই থাকলেও রাতের তাপমাত্রা বাড়লো ২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ, কখনো পুরোপুরি মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

Previous articlePetrapol পেট্রাপোল সীমান্তে ‘মৈত্রী বন্ধন’ , প্রেমের টানে ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় এলেন মাগুরার ডাক্তার কন্যা
Next articleSaktikanta Dasমোদীর দফতরে পুনর্বাসন , বড় দায়িত্বে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি-২ হলেন শক্তিকান্ত দাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here