Art Exhibition ২৬ তম বর্ষে পা রেখেও অস্থায়ী গ্যালারিতে বনগাঁ চারুকলা পর্ষদের চিত্র প্রদর্শনী

0
32
পৌলমী ব্যানার্জী, দেশের সময়

বনগাঁ :কবি বলেছেন , ” In art , man reveals himself and not his object ” এই কথাটা আবারও প্রমান করেছে বনগাঁর চিত্র শিল্পীরা ।

শীতের মরসুমে প্রতিবারের মতো এবারেও বনগাঁর টাউন হল ময়দানে শুরু হয়েছে চারুকলা উৎসব। বনগাঁ চারুকলা পর্ষদ আয়োজিত এই চারুকলা মেলা এবছর ২৬ তম বর্ষে পা দিল। এবছর প্রায় ৪ হাজার ছবি মেলায় স্থান পেয়েছে। তারমধ্যে ৩ হাজার ছবি জায়গা করে নিয়েছে ছাত্রছাত্রীরা। বাকি ৮০০ টি ছবি শিক্ষকদের। ২৬ ডিসেম্বর থেকে এই উৎসব শুরু হয়েছে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

বনগাঁ চারুকলা পর্ষদের সম্পাদক শঙ্কর মন্ডল জানান, চিত্রের পাশাপাশি ভাস্কর্য, হস্তশিল্পও এই মেলায় স্থান পেয়েছে। চারুকলা পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন শিল্পীকে সম্মানিত করা হয়। এছাড়াও, বয়স অনুযায়ী বিভিন্ন বিভাগ করে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন ছিল। চিত্রশিল্পের সঙ্গে যুক্ত বনগাঁর ১৬টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে।   

চারুকলা মেলার মাধ্যমে বনগাঁর প্রতিভাবান শিল্পীদের জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করে বনগাঁ চারুকলা পর্ষদ। এতে নতুন শিল্পীরা উৎসাহিত হন। এই উৎসব নতুনদের এই শিল্পকর্মে আরও বেশি করে আগ্রহী করে তোলা, এমনই মনে করেন চারুকলা উৎসব আসা দর্শকেরা। আগামীতেও এই প্রচেষ্টার ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে বলেই মনে করছেন সংগঠনের সদস্যরা।

ছবি প্রিয় মানুষ দেবন্বিতা চক্রবর্তী চিত্র প্রদর্শনী দেখতে এসেছিলেন । তার কথায় ইছামতীর স্রোতের মতো রং,তুলি আমাকে টানে৷ ছোট থেকেই চারুকলা মেলা  দেখতে আসতাম মায়ের সঙ্গে আজও সেই টান অটুট । শুধু মন খারাপ হয় এটাই দেখে যে বনগাঁ শহর আজও একটি নিজস্ব গ্যালারি পেল না । অথচ আমরা সবাই জানি ইছামতীর এই শহর সংস্কৃতির পীঠস্থান ।

Previous articleSouth Korea Plane Crash দক্ষিণ কোরিয়ার বিমান ভেঙে মৃত ১৭৯, জীবিত মাত্র ২!  দুর্ঘটনার সেই মুহূর্তের ভিডিও দেখুন
Next articleBook Publishing মনের অজানা রহস্যের খোঁজে ‘অন্দরের ঘর, বাইরের ঘর’ পুস্তক প্রকাশ : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here